ওয়েব ডেস্ক: অলিম্পিকে ভারতের মান রেখেছেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। অল্পের জন্য পদক ফস্কালেও দীপার পারফরম্যান্স নজর কেড়েছে গোটা বিশ্বের। বরং, পদক না পেলেও, সবার নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এক বাঙালির জন্য অলিম্পিকের জিমন্যাস্টিক ইভেন্টেও স্টেডিয়ামে ঝোলানো হল ভারতের জাতীয় পতাকা। তাঁর নজরকাড়া পারফরম্যান্সের পর বাড়ি ফিরলেন আগরতলার মেয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক


তাঁকে বরণ করে নিল ত্রিপুরা সরকার। আগরতলা বিমানবন্দরে দীপাকে সংবর্ধনা জানানো হয়। তারপর হুডখোলা জিপে ঘোরানো হয় তাঁকে। বিবেকানন্দ স্টেডিয়ামে দীপাকে সংবর্ধনা দেবে ত্রিপুরা সরকার। থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দীপাকে সংবর্ধনা দেবে তার ছোটবেলার স্কুল অভয় নগর বিদ্যাপীঠও।


আরও পড়ুন  সিন্ধু আর সাক্ষীর জন্য যা যা হচ্ছে শুনেছেন?