নিজস্ব প্রতিবেদন : এত বড় সুখবর! তাও ৭৩তম স্বাধীনতা দিবসে। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে রাশিয়ার এলিক সুবুজুকোবকে হারিয়ে সোনা জিতেছেন দীপক। ফাইনালের লড়াইটা একেবারেই সহজ ছিল না দীপকের কাছে। এলিক সুবুজুকোব নামজাদা কুস্তিগীর। তার উপর দীপকের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। অন্যদিকে, ৯২ কেজি বিভাগে ভারতের ভিকি চহ্বর ব্রোঞ্জ জিতেছেন। মঙ্গোলিয়ার বাটমাগনই ইখতুবসিনকে হারিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ত্রিনিদাদে ক্রিস গেইল কি শেষ ম্যাচ খেলে ফেললেন! জল্পনা তুঙ্গে




কাজাখস্তনে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় দল। সেই দলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন ১৯ বছর বয়সী দীপক। সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে অংশ নেবেন দীপক। গত বছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রূপো জিতেছিলেন দীপক। বৃহস্পতিবার সাই-এর তরফে টুইট করে দীপককে শুভেচ্ছা জানানো হয়।