ওয়েব ডেস্ক: চলতি মাসের শেষেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই জন্য দল নির্বাচন হয়ে গেল প্রোটিওদের। ১৩ জনের দলে প্রচুর চমক। বিশ্রামের জন্যই দলে নেই ডুপ্লেসি, হাসিম আমলা, ডিভিলিয়ার্স, ডুমিনি, ওয়াইজরা ডিককরা। ছ'-ছ'জন নতুন মুখ এসেছে দলে। আর তার থেকেও বড় কথা, দক্ষিণ আফ্রিকার টি২০ দল পেল তাদের নতুন অধিনায়ককে। নতুন অধিনায়ক নির্বাচিত হলেন ফারহান বেহারদিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দ্য বেস্ট পুরস্কার এই নিয়ে চারবার জিতলেন রোনাল্ডো


গত মার্চ মাসে টি২০ বিশ্বকাপে খেলা সেই দক্ষিণ আফ্রিকা দলের মাত্র চারজন সদস্য রয়েছেন এই দলে। এই চারজন হলেন, বেহারদিন, ডেভিড মিলার, ইমরান তাহির এবং ফাঙ্গিসো।


আরও পড়ুন  সমীক্ষা অনুযায়ী বিজ্ঞাপনের জগতে রোনাল্ডোকেও ছাপিয়ে গিয়েছেন নেইমার