MS Dhoni vs Rishabh Pant বিতর্কে বড় কথা বলে দিলেন Sourav Ganguly
ধোনির জুতোয় পা গলানোর পর থেকেই পন্থের সঙ্গে কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটারের তুলনা টানা হচ্ছে। যদিও পন্থ অল্প সময়ের মধ্যেই তিন ফরম্যাটে নিজের যোগ্য়তা প্রমাণ করেছেন। পন্থ নিজেকে ধোনির শিষ্যই মনে করেন।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট মহোৎসবের মেজাজ কলকাতায়। তিন বছর পর আইপিএল ফিরেছে তিলোত্তমায়। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ফেস্টিভ মুড। জোড়া প্লে-অফ দেখবে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ভেন্য়ু। মঙ্গলবার অর্থাৎ আজ কোয়ালিফায়ার ওয়ানে (Qualifier 1) গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ঠিক তারপরের দিন এলিমিনেটরে (Eliminator) মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)।
ইডেনকেই কার্যত নিজের ঘর বানিয়ে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই (BCCI) সভাপতির কড়া নজরদারি রয়েছে প্লেঅফের দিকে। জোড়া হেভিওয়েট ম্য়াচের আগে সৌরভকে এমসএস ধোনি বনাম ঋষভ পন্থ ( MS Dhoni vs Rishabh Pant) ইস্যু নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। সৌরভ সাফ জানিয়ে দেন যে, তিনি কোনওরকম তুলনায় বিশ্বাসী নন। সৌরভ সাংবাদিকদের বলেন, "এমএস ধোনির সঙ্গে পন্থের তুলনা করবেন না। ধোনির প্রচুর অভিজ্ঞতা। আইপিএল, টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে ৫০০-র ওপর ম্যাচে ও নেতৃত্ব দিয়েছে। পন্থের সঙ্গে ধোনির তুলনা করা ঠিক নয়। " ধোনির জুতোয় পা গলানোর পর থেকেই পন্থের সঙ্গে কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটারের তুলনা টানা হচ্ছে। পন্থ নিজেকে ধোনির শিষ্যই মনে করেন।যদিও পন্থ অল্প সময়ের মধ্যেই তিন ফরম্যাটে নিজের যোগ্য়তা প্রমাণ করেছেন।
আরও পড়ুন: Sourav Ganguly: 'সবাই মানুষ, ভুল হতেই পারে', বিরাট-রোহিতের পাশেই সৌরভ
আরও পড়ুন: VVS Laxman: এনসিএ প্রধান কি এবার ভারতীয় দলের ডিরেক্টর? বাড়ছে সম্ভাবনা
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)