VVS Laxman: এনসিএ প্রধান কি এবার ভারতীয় দলের ডিরেক্টর? বাড়ছে সম্ভাবনা

"দু'টি টিম এক সঙ্গে সফর করবে। যে দলটি আয়ারল্যান্ডে যাবে, সেই দলে কোচের বদলে ডিরেক্টর অফ টিম হতে পারেন লক্ষ্মণ। কিছু আধিকারিক এই বিষয়ে তাঁর সঙ্গে কথা বলছেন।"

Updated By: May 24, 2022, 05:12 PM IST
VVS Laxman: এনসিএ প্রধান কি এবার ভারতীয় দলের ডিরেক্টর? বাড়ছে সম্ভাবনা
ভিভিএস লক্ষ্মণ এবার নতুন ভূমিকায়!

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গেই ভারতের কোচের দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণও (VVS Laxman)। তার নেপথ্যে একটাই কারণ। ঠিক যে সময় একই সময়ে দু’জায়গায় খেলবে টিম ইন্ডিয়ার দু'টি ইউনিট।

আর দুই ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন দুই কোচ। যে সময় বিরাট-রোহিতদের নিয়ে ইংল্য়ান্ড সফরে উড়ে যাবেন দ্রাবিড়, সেই সময়ে ভারতের টি-২০ দল যাবে আয়ারাল্য়ান্ডে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। এখন শোনা যাচ্ছে যে, লক্ষ্মণ ভারতীয় দলের ডিরেক্টর হয়ে আয়ারল্যান্ডে যাবেন। এমনটাই সূত্রের খবর।

করোনার (Covid 19) জন্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত (Team India)। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।

বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট  ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। তার আগে লেস্টারশায়ারে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচ রয়েছে। দ্রাবিড় টিম নিয়ে ১৫ বা ১৬ জুন ইংল্য়ান্ডে উড়ে যাবেন। ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ড (Cricket Ireland) গত মার্চে টুইট করে ভারত-আয়ারল্যান্ড সিরিজের কথা ঘোষণা করে দিয়েছিল।

দ্রাবিড়ের নতুন ভূমিকার প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই কথা বলে বিসিসিআই-এর এক আধিকারিকের সঙ্গে। তিনি বলেন, "দু'টি টিম এক সঙ্গে সফর করবে। যে দলটি আয়ারল্যান্ডে যাবে, সেই দলে কোচের বদলে ডিরেক্টর অফ টিম হতে পারেন লক্ষ্মণ। কিছু আধিকারিক এই বিষয়ে তাঁর সঙ্গে কথা বলছেন।" অতীতে  লক্ষ্মণ যুব বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসাবেও দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন: Yuzvendra Chahal: অনন্য মাইলস্টোনের সামনে চাহাল! ইডেনেই লিখে ফেলতে পারেন ইতিহাস

আরও পড়ুন: IPL Qualifier 1, GT vs RR: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.