ভারতের মাটিতে প্রথম ডিআরএস
ভারতের মাটিতে প্রথম ডিআরএস পদ্ধতি প্রয়োগ হতে চলেছে রাজকোটে। ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ব্যুরো: ভারতের মাটিতে প্রথম ডিআরএস পদ্ধতি প্রয়োগ হতে চলেছে রাজকোটে। ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন- 'আমি যুদ্ধে গেলে ধোনিকেই আমার পাশে নেব', বললেন কার্স্টেন
দীর্ঘদিন ডিআরএসের বিরোধিতা করলেও এই সিরিজে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব নিরঞ্জন শা জানিয়েছেন ডিআরএস সিস্টেমের সঠিক প্রয়োগের জন্য আলট্রামোশন ক্যামেরাও বসানো হয়েছে।
আরও পড়ুন-ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন