জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংরেজি মিউজিক ইন্ডাস্ট্রি সমুদ্রের মতো। সেখানে টেলর সুইফট, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্রান্দে, সিয়া, অ্যাডেলে, বিলি এলিশ ও লেডি গাগারা ঝড় তোলেন। তবুও আলাদা করে নিজের জায়গা করে নিয়েছেন ২৮ বছরের এক আলবেনিয়ান-ব্রিটিশ। মাত্র ১৪ বছর বয়স থেকে যিনি অন্য শিল্পীদের গান কভার করতেন এবং ইউটিউবে নিয়মিত পোস্ট করতেন, তাঁর আজ ঝুলিতে তিনটি গ্র্যামি ও হাফ ডজন ব্রিট! তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' ডুয়া লিপা (Dua Lipa)। 'নিউ রুলস' তৈরি করে, শ্রোতাদের রাখেন 'ওয়ান কিস'-এ। মঞ্চে মাইক্রোফোন হাতে, লাস্যের শরীরী বিভঙ্গে দেন 'ফিজিক্য়াল'-এর হাতছানি। হেসে এবং চোখ মেরে বলেন, 'বি দ্য় ওয়ান'! ডুয়া লিপার সত্য়িই কোনও ভূমিকার প্রয়োজন নেই। এই প্রজন্মের অন্য়তম সেরা গায়িকা ও স্টেজ পারফর্মার। এখন প্রশ্ন বিশ্বকাপের ভরা বাজারে ডুয়া লিপা কেন আলোচনায়। তার নেপথ্য়েও রয়েছে কারণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World Cup 2023: বিশ্বজয়ের লড়াইয়ে নামবে ভারত! আকাশে কসরত সেনার...



ভারত-নিউজিল্য়ান্ড সেমিফাইনালের আগে, বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে ডুয়া লিপার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সেরেছিল। যেখানে পপ গায়িকাকে প্রশ্ন করেন ভারতের কেএল রাহুল ও শুভমন গিল। কিউয়ি ক্য়াপ্টেন কেন উইলিয়ামসন ও ব্য়াটার ড্য়ারেল মিচেলেরও প্রশ্ন ছিল। তবে শুভমনের প্রশ্নে এমন এক ইঙ্গিত পাওয়া গিয়েছে, যাতে করে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। মনে করা হচ্ছে যে, আগামী রবিবার ভারত-অস্ট্রেলিয়া কাপযুদ্ধের ফাইনালে ডুয়া লিপা পারফর্ম করতে পারেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান মাতাতে পারেন ডুয়া লিপা। শুভমন জানতে চেয়েছিলেন যে, ডুয়া লিপা যদি বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতেন, তাহলে কোন কোন গান গাইতেন। ডুয়া লিপা বলেছেন তিনি 'ওয়ান কিস' ও 'ফিজিক্য়াল' বেছে নেবেন। ডুয়া লিপা বারবারই 'ফিজিক্য়াল'কে নিজের পছন্দের গানের তালিকায় রেখেছেন। ডুয়া লিপা অতীতে ভারতে পারফর্ম করে গিয়েছেন। ২০১৯ সালে তাঁর পা পড়েছিল ভারতে। চার বছর পর কি ডুয়া ফিরবেন! উত্তর দেবে সময়। তবে তিনি পারফর্ম করলে যে দর্শকরা 'লেভিটেটিং' মোডে চলে যাবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। 


বিশ্বকাপ ফাইনাল দেখতে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী মোদী। তিনিই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন। তাঁর নামেই স্টেডিয়ামের নামকরণ। আসতে পারেন দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও এমএস ধোনি। তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ভারতীয় বায়ুসেনার 'সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম'-এর এয়ার শো। ন'টি হ্য়াল বিমান মাঝ আকাশে খেলা দেখাবে। এর বেশি কিছু অনুষ্ঠানের ব্য়াপারে এখনও জানা যায়নি।


আরও পড়ুন: WATCH: 'আমি তো শুধু দাঁড়িয়েই থাকি, রোহিত ভাই...'! সাংবাদিকদের সামনে অকপট শুভমন



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)