WATCH: 'আমি তো শুধু দাঁড়িয়েই থাকি, রোহিত ভাই...'! সাংবাদিকদের সামনে অকপট শুভমন
Shubman Gill On Partnership With Rohit Sharma: তিনি ভারতীয় ক্রিকেটের প্রিন্স। আগামীর মহীরুহ। কথা হচ্ছে শুভমন গিলকে নিয়ে। চলতি বিশ্বকাপে তাঁর ব্য়াট সেভাবে জ্বলে ওঠেনি ঠিকই। তবে শুভমন মজে আছেন রোহিতে....
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে ছিল অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিতে খেলতে নেমেছিল রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। গত বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জিল্য়ান্ড (IND vs NZ, World Cup 2023) । রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং ৭০ রানে কেন উইলিয়ামসনদের (Kane Williamson) হারিয়ে কাপযুদ্ধের ফাইনালের (ICC Cricket World Cup 2023 Final) টিকিট কনফার্ম করে ফেলেছে। রোহিতরা এখন দ্বিতীয় ফাইনালিস্টের অপেক্ষায়। চলতি বিশ্বকাপে সকলেই রোহিতের 'নিঃস্বার্থ' ক্রিকেটের প্রশংসা করেছেন। যেখানে হিটম্য়ান, নিজের রেকর্ড, মাইলস্টোন সব ভুলে গিয়ে শুধু দেশবাসীর মুখে হাসি ফোটানোর কথাই ভেবেছেন। শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ওপেন করতে নেমে, এমন বিধ্বংসী শুরু করছেন তিনি, সেটাই ভারতকে বড় রানের মঞ্চ গড়ে দিচ্ছে। তাঁর বেদম প্রহারে প্রতিপক্ষে শিরদাঁড়াটাই ভেঙে যাচ্ছে।
নিউজিল্য়ান্ড ম্য়াচের পর শুভমন এসেছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানে তাঁকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে, রোহিতের সঙ্গে ওপেন করার অভিজ্ঞতা কেমন, কী শিখলেন তিনি? তাঁদের পার্টনারশিপের কোন বিষয়টি তাঁকে ছুঁয়ে গিয়েছে? শুভমন বলেন, 'রোহিত শর্মা ভাইয়ের সবকিছুই আমাকে মুগ্ধ করে। আমি তো পুরো সময়ে নন স্ট্রাইকার্স এন্ডে দাঁড়িয়ে থাকি। পাওয়ারপ্লে'র প্রথম ১০ ওভারে, আমি তো ১৫-২০ বল খেলি। রোহিত ভাই আসে, চার-ছক্কা মারতে শুরু করে দেয়। আমি দেখি।' ১০ ম্য়াচে ৫৫০ রান করেছেন হিটম্য়ান। তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। চলতি কাপযুদ্ধে সর্বোচ্চ রানশিকারিদের তালিকায় রয়েছেন পাঁচে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিগের শেষ ম্য়াচে রোহিত ইতিহাস লিখেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে, সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করেছেন রোহিত। এবি ডিভিলিয়ার্সের আট বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন আগুনে ফর্মে থাকা রোহিত। চলতি বছর ২৪টি একদিনের আন্তর্জাতিক ইনিংসে রোহিতের ব্য়াট থেকে এসেছে ৫৯টি ওভার বাউন্ডারি। ২০১৫ সালে ডিভিলিয়ার্স ১৮ ইনিংসে মেরেছিলেন ৫৮টি ছয়। তালিকায় তিনে থাকবেন কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্রিয় গেইল (২০১৯ সালে ১৫ ইনিংসে মেরেছিলেন ৫৬টি ছয়)। চারে পাক মহারথী শাহিদ আফ্রিদি (৩৬ ইনিংসে ৪৮টি ছয় মেরেছিলেন ২০০২ সাল)। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও রোহিত কেড়ে নিয়েছেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ক্য়াপ্টেন অইন মর্গ্য়ান মেরেছিলেন ২২টি ছয়। তাঁকেই টপকে গেলেন রোহিত।
আরও পড়ুন: Rohit Sharma | IND vs NZ: 'যদি ৩০-৪০ রান কম করতাম তাহলে...' দল ফাইনালে, কী বলছেন অধিনায়ক?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)