নিজস্ব প্রতিবেদন : যুবভারতীতে আজ সন্ধ্যায় ডুরান্ডের দ্বিতীয় সেমি ফাইনালে মাঠে নামছে মোহনবাগান। সামনে রিয়াল কাশ্মীর। অতিরিক্ত সময় নয়, ৯০ মিনিটেই খেল খতম করে দিতে চাইছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। তবে গত আই লিগে যুবভারতীতে রিয়াল কাশ্মীরের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে।এবার তাই রবার্টসনের দলকে নিয়ে বাড়তি সতর্ক ভিকুনা ব্রিগেড। রিয়াল কাশ্মীরের রক্ষণ ছত্রভঙ্গ করতে প্লে-মেকার বেইতিয়ার ওপর আস্থা রাখছেন বাগানের স্প্যানিশ কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মোহনবাগান দলটার ইঞ্জিন একটাই- মিডফিল্ডার জোসেবা বেইতিয়া। গোড়ালির চোট সারিয়ে পুরো ফিট স্প্যানিশ মিডফিল্ডার। শেষ চারের লড়াইয়ে রিয়াল কাশ্মীরের রক্ষণ ছত্রভঙ্গ করতে প্লে-মেকার বেইতিয়ার ওপর নজর রাখছেন কিবু। দ্রুত গোল পেতে স্ট্রাইকার সালভা চামারোকেও বিশেষ টিপস দেন ভিকুনা। পেনিট্রেটিং জোনে চাপ বাড়াতে পাসিং ফুটবলে অতিরিক্ত জোর দেন বাগান কোচ। মোরান্তে-গঞ্জালেসদের ফিটনেস নিয়ে অবশ্য দুশ্চিন্তা থাকছে বাগান কোচের। রিয়াল কাশ্মীরের বাজো-ক্রিজোদের আটকাতে ডিফেন্সিভ স্ক্রিনে শেখ সাহিলই ভরসা ভিকুনার। রক্ষণের ওপর চাপ কমাতে মিডফিল্ডারদের বাড়তি দায়িত্ব নিতে বলেছেন বাগানের হেডস্যার।


আরও পড়ুন - Durand Cup 2019: বুধবার শেষ চারের মেগা লড়াইয়ে মুখোমুখি ইস্টবেঙ্গল-গোকুলাম


রিয়াল কাশ্মীরের খেলা দেখে, ভিডিয়ো অ্যানালিসিস ক্লাসেই বিপক্ষ দলের দুর্বলতা দেখিয়ে দিয়েছেন বাগান কোচ কিবু ভিকুনা। তবে রিয়াল কাশ্মীরের ফিজিক্যাল ফুটবলকেই সমীহ করছেন ভিকুনা। বুধবারের সেমি ফাইনাল যে বড় চ্যালেঞ্জ তা মেনে নিচ্ছেন তিনি। মরশুমের শুরুতেই ঘরোয়া লিগে মোরান্তে, গুরজিন্দরদের ডিফেন্সের দুর্বলতা দেখিয়ে দিয়েছেন ক্রোমা, স্ট্যানলিরা। ক্রিজোদের রুখতে তাই রক্ষণে বাড়তি নজর দিচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ।