ইমামি ইস্টবেঙ্গল: ৪ (সুমিত পাসি ২, ক্লেইটন সিলভা ২)
মুম্বই সিটি এফসি: ৩ (বিপিন সিং, চাংটে ২)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো : ডার্বি যুদ্ধের হতাশা কাটিয়ে মরসুমের প্রথম জয় পেল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সম্মানের ম্যাচে সুমিত পাসির (Sumit Passi) আত্মঘাতী গোলে জিতেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুক্রবার সেই সুমিত পাসির জোড়া গোলেই জয় পেল লাল-হলুদ। শক্তিশালী মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2022) প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবির জিতল ৪-৩ গোলে। জোড়া গোল করলেন সমর্থকদের ‘চক্ষুশূল’ সুমিত। জোড়া গোল করলেন ক্লেইটন সিলভাও (Cleiton Silva)। তবে ইস্টবেঙ্গল জিতলেও নক-আউটের অঙ্কে কোনও বদল এল না।


এ দিন ম্যাচের প্রথমার্ধটা যেন ঝড়ের মতো কাটল। দু’দলই আগ্রাসী ফুটবল খেলল। আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট ৪৫ মিনিটেই হল ৬টি গোল। তিনটি দিল ইস্টবেঙ্গল, আবার সেগুলি শোধ করল মুম্বই। যে সুমিত পাসিকে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে 'ভিলেন' হয়ে গিয়েছিলেন,তিনিই এ দিন ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন। প্রথম গোল আসে ১৭ মিনিটে। মিনিট পাঁচেকের মধ্যেই দ্বিতীয় গোলটিও পেয়ে যায় লাল-হলুদ শিবির। এ বার গোল করেন ক্লেইটন সিলভা।



আরও পড়ুন: Ravindra Jadeja, T20 World Cup : বিরাট ধাক্কা, সুপারস্টার অলরাউন্ডারকে ছাড়াই সম্ভবত বিশ্বকাপে রোহিতের ভারত!


আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2022: ফের ধাক্কা খেলেন বাবর আজম, ছিটকে গেলেন শাহনাওয়াজ দাহানি


ইস্টবেঙ্গল দু’গোলে এগিয়ে যাওয়ার পরই ফিরে আসে মুম্বইয়। ২৭ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে দেন বিপিন সিং। কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা এ দিন ছিলেন অন্য মেজাজে। ম্যাচের ৩৪ মিনিটে মুম্বইয়ের গোলরক্ষকের ভুলে সুমিত পাসি ফের গোল করেন। ফের ৩-১ গোলে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। যদিও এরপর ফের প্রত্যাঘাত আসে মুম্বইয়ের তরফে। এ বার পরপর দু’টি গোল করেন চাংটে। প্রথমার্ধ শেষ হয় ৩-৩ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুটাও সমানে সমানে লড়াই চলে। কিন্তু ইস্টবেঙ্গল অদৃষ্টে এ দিন জয়ই লেখা ছিল। ম্যাচের ৮১ মিনিটে ক্লেইটনের গোল ফের এগিয়ে দেয় লাল-হলুদকে। আর সেই গোলেই মরসুমের প্রথম জয় পেল লাল-হলুদ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)