দেশকে দুটো রূপো এনে দিলেন দ্যুতি চাঁদ
মঙ্গলবার সেমিফাইনালে ২৩ সেকেন্ড সময় করে দ্যুতি প্রথম হয়েছিলেন।
নিজস্ব প্রতিনিধি : কেরিয়ার শেষ হতে পারত সেই সময়। কোনওভাবেই সেই অন্ধকার সময় কাটিয় বেরনোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তিনি। দ্যুতি চাঁদের নারীত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বলা হয়েছিল, তাঁর শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেশি। ফলে তিনি আর মহিলাদের ইভেন্টে দৌড়তে পারবেন ন। বহু লড়াইয়ের পর সেই যুদ্ধ জিতেছেন দ্যুতি। একে গরীব বাড়ির মেয়ে। কেরিয়ারের শুরুর দিকে যখন দৌড়তে শুরু করেন তখন স্পাইক কেনার মতো টাকাও ছিল না। তার উপর দীর্ঘদিনের আইনি লড়াই। অবশেষে সব যুদ্ধ জিতে নিজেকে প্রমাণ করলেন দ্যুতি। জাকার্তায় এশিয়ান গেমসের ১১তম দিনে নিজের নামের পাশে দু'নম্বর রূপোর পদ জুড়লেন এই ভারতীয় অ্যাথলিট।
আরও পড়ুন- ফুটবল ক্লাব কিনছেন রোনাল্ডো
মহিলাদে ২০০ মিটারের ফাইনালে ২৩.২০ সেকেন্ড সময় করে রূপো জিতলেন দ্যুতি। মঙ্গলবার সেমিফাইনালে ২৩ সেকেন্ড সময় করে দ্যুতি প্রথম হয়েছিলেন। ১১তম দিন আপাতত দুটো পদক এল ভারতের ঝুলিতে। মিক্সড টেবল টেনিস ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। দ্যুতির এমন সাফল্যের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁকে অভিনন্দন জানাতে ভুললেন না। রাজ্যবর্ধন সিং রাঠৌর লিখলেন, ''একটা দারুন রেসে লড়াই করে রূপো জিতল আমাদের দ্যুতি। এশিয়ান গেমসে এটা ওর দ্বিতীয় পদক। দারুন পারফরম্যান্স। শুভেচ্ছা নিও দ্যুতি।''