East Bengal FC: ডেঙ্গিতে আক্রান্ত ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী, শারীরিক অবস্থা কেমন?
মাঠের বাইরে এবার বড়সড় ধাক্কা খেল লাল-হলুদ শিবির। বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অনিশ্চিত সৌভিক।
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: চলতি মরসুমে টানা সাতটি ডার্বি হার। আইএসএলে চেন্নাইয়িন এফসি কাছে ধরাশায়ী হওয়ার পর এবার মাঠের বাইরে বড়সড় ধাক্কা খেল লাল-হলুদ শিবির। ডেঙ্গি আক্রান্ত ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তবে, শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খাস কলকাতাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। গোটা রাজ্যে সংখ্যাটা ৫০ হাজার ছুঁইছুঁই! রাজ্যে তুলনায় কলকাতা পজিটিভি রেট দ্বিগুণ। এদিন শহরের মৃত্যু হয়েছে দু'জনেই। ডেঙ্গি এবার থাবা বসাল ময়দানেও। মশাবাহিত রোগে আক্রান্ত হলেন ইস্টবেঙ্গল অধিনায়ক, দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। ২ দিন আগে জ্বরের উপসর্গ নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে।
এর আগে, গত বছর গোড়ালি চোটের জন্য় ইস্টবেঙ্গল দলে ছিলেন না সৌভিক। এবার কি খেলতে পারবেন? আপাতত বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল অধিনায়কের খেলা অনিশ্চিত। পুজোর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এদিকে ডার্বিতে হারের ধাক্কা এখনও কাটেনি উঠতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়িন এফসি-র কাছে ১-০ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল।