নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলের আইএসএল খেলা এখনও নিশ্চিত নয়। তা সত্বেও দুটো আইএসএল ক্লাবের অফার ছেড়ে লাল-হলুদ জার্সি গায়ে চাপালেন মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার শঙ্কর রায়। গত আই লিগের অন্যতম সেরা গোলকিপারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে খেলার নিয়মিত সুযোগ পাবেন,তাই নতুন মরশুমে তার গন্তব্য হিসাবে শতাব্দী প্রাচীন ক্লাবকেই বেছে নিলেন বাঙালি এই গোলকিপার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



শঙ্কর রায় ছাড়াও আরও তিন স্বদেশি ফুটবলারেরর সঙ্গে চুক্তি চূড়ান্ত করলেন লাল-হলুদ কর্তারা। জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন সাইড ব্যাক কিগান পেরেরা। এটিকে,বেঙ্গালুরুর মতো ক্লাবে খেলেছেন কিগান।


 



গত আই লিগে গোকুলামের হয়ে দুরন্ত পারফর্ম করা মহম্মদ ইর্শাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলল লাল-হলুদ। ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্ট্রাল ব্যাক পজিসনেও খেলতে পারেন কেরালার এই ফুটবলার।


 



পঞ্জাব এফসি-র তরুণ ফুটবলার গিরিক খোসলাকেও চূড়ান্ত করেছে লাল-হলুদ। অনেকগুলো পজিসনে খেলতে পারেন মহারাষ্ট্রের এই ফুটবলার। ফরোয়ার্ড,অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসাবেও খেলে গত আই লিগে নজর কেড়েছিলেন গিরিক। দুটোও গোল ছিল তাঁর।


 



অনেকেই মনে করছেন নতুন মরশুমে ইস্টবেঙ্গলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন প্রতিভাবান এই ফুটবলার।


 


আরও পড়ুন -  প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন ঘরবন্দি বিরাট-অনুষ্কা