নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) এবং নতুন বিনিয়োগকারী ইমামির (Emami) সঙ্গে চুক্তি জটিলতা অবশেষে মিটে যেতে চলেছে। সবকিছু ঠিকঠাক চললে আগামি কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এবং এরপর আসন্ন আইএসএল-এর (ISL 2022-23) জন্য শুরু হবে দল গঠনের কাজ। মঙ্গলবার ক্লাব ও বিনিয়োগকারীদের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহের মঙ্গলবার ইমামি যে খসড়া চুক্তিপত্র ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়েছিল, তাতে তারা বিনিয়োগকারী হিসেবে শুধু ফুটবল টিমের দায়িত্বই চেয়েছিল। শ্রী সিমেন্টের মতো ক্লাব কেনার কোনও শর্ত আরোপ করেনি ইমামি। অর্থাৎ এটিকে মোহনবাগান মডেলেরই চুক্তি। 


মঙ্গলবার ইমামির তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে, 'ইস্টবেঙ্গল ও আমরা দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করতে চলেছি। চূড়ান্ত চুক্তি হওয়ার আগে সবকিছু বিষয় নিয়ে আলোচনা সেরে ফেলা উচিত। এতে ভবিষ্যতে সমস্যা তৈরি হওয়ার অবকাশ কম থাকে। এই চুক্তি দুই পক্ষের সম্মতিতেই স্বাক্ষর হতে চলেছে। আশাকরি ঈশ্বরের আশীর্বাদে সমর্থকরা খুব দ্রুত সুখবর পাবেন।'  


বিনিয়োগকারী বার্তা দেওয়ার পর ক্লাবের তরফ থেকেই বক্তব্য জানানো হয়েছে। লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেছেন, "আমরাও চাইছি সুন্দর একটা পরিবেশে সুন্দর চুক্তি হোক। ক্লাব এবং কোম্পানি, উভয়পক্ষকে সুরক্ষিত রেখে আইনানুগ ভাবে যেটা ভাল হবে, আগামিদিনের পথ চলার জন্য সেরকম একটা চুক্তি আমরাও চাইছি। সভ্য সমর্থকদের আনন্দ দিতে এবং দ্রুত ভাল ফুটবল দল গড়ে করে ভাল পারফরম্যান্স করাই আমাদের একমাত্র স্বপ্ন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা সম্পূর্ণ হবে, তার কারণ আমরাও খুব দ্রুততার সাথে ওনাদের চিঠির জবাব দিয়েছি।"   


স্পেনের ডিফেন্ডার ইভান গঞ্জালেজ অবশ্য এখনও আছেন চুক্তিতে। দুই পক্ষই খুব ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে ধরে নেওয়াই যায় চলতি সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল-ইমামি চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। 


আরও পড়ুন: Russia-Ukraine War, Wimbledon 2022: কোন লক্ষ্য নিয়ে খেলছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আনহেলিনা কালিনিনা? জানতে পড়ুন


আরও পড়ুন: Diego Maradona: কত দামে নিলামে উঠল ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের জার্সি? জেনে নিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)