Russia-Ukraine War, Wimbledon 2022: কোন লক্ষ্য নিয়ে খেলছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আনহেলিনা কালিনিনা? জানতে পড়ুন

২৯ নম্বর বাছাই হিসাবে খেলতে নেমেছেন আনহেলিনা। তিনি জানিয়েছেন, রুশ গোলার আঘাতে ভেঙে গিয়েছে তাঁর মা-বাবার বাড়ি। 

Updated By: Jun 28, 2022, 06:19 PM IST
Russia-Ukraine War, Wimbledon 2022: কোন লক্ষ্য নিয়ে খেলছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আনহেলিনা কালিনিনা? জানতে পড়ুন
বড় লক্ষ্য নিয়ে খেলছেন আনহেলিনা কালিনিনা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: প্রায় চার মাস হয়ে গেল। এখনও চলছে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ। রাশিয়ার (Russia) চোখরাঙানির দাপটে ইউক্রেনের (Ukraine) আর্থ-সামাজিক অবস্থা তলানির দিকে। ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছেন ইউক্রেনের হাজার হাজার মানুষ। তবুও শান্ত হচ্ছে না রুশ সেনা। এমন হামলায় বাড়ি ভেঙে গিয়েছে ইউক্রেনের টেনিস খেলোয়াড় আনহেলিনা কালিনিনা (Anhelina Kalinina)। চলতি উইম্বলডনে (Wimbledon 2022) ট্রফি জিততে মাঠে নামছেন অনেক খেলোয়াড়ই। কিন্তু আনহেলিনা খেলবেন অন্য কারণে। ম্যাচ জিতে পুরস্কার মূল্য হিসাবে যত টাকা পাবেন, সেই প্রাপ্ত অর্থ দিয়ে নিজের ভেঙে যাওয়া বাড়ি সারাবেন তিনি। 

২৯ নম্বর বাছাই হিসাবে খেলতে নেমেছেন আনহেলিনা। তিনি জানিয়েছেন, রুশ গোলার আঘাতে ভেঙে গিয়েছে তাঁর মা-বাবার বাড়ি। ইউক্রেনের রাজধানী কিয়েভের থেকে কিছুটা দূরে ইরপিন শহরে থাকেন আনহেলিনার মা-বাবা। কিন্তু যুদ্ধের প্রথম দিকেই ধ্বংস হয়ে যায় সেই বাড়ি। বাধ্য হয়ে আনহেলিনা ও তাঁর স্বামীর বাড়িতে এসে থাকতে শুরু করেন অসহায় দু’জন। টেনিস খেলোয়াড় জানিয়েছেন, রুশ গোলা আছড়ে পড়ার ফলে গর্ত হয়ে গিয়েছিল তাঁর বাড়ির দেওয়ালে। কিন্তু সেই বাড়ি সারানোর জন্য যথেষ্ট অর্থ নেই।

আনাহেলিনা বলেছেন, “জানি আমি সুপারস্টার নই। কিন্তু তাও আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি যেন ভাল খেলতে পারি। আমার দাদু-ঠাকুমা এখনও আটকে রয়েছেন। তাঁদের বাড়ির আশেপাশে লাগাতার হামলা চালাচ্ছে রুশ সেনা। আমার হাতে অর্থ এলে তাঁদেরকেও উদ্ধার করতে পারব আমি। তাঁরাই আমাকে ভাল খেলার অনুপ্রেরণা যোগাচ্ছেন।”

ইতিমধ্যেই প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছেন তিনি। কিন্তু এখানেই থেমে থাকতে চান না। তাঁর লক্ষ্য যে অনেক বড়। 

আরও পড়ুন: Matteo Berrettini, Wimbledon 2022: কেন সরে দাঁড়ালেন গতবারের রানার্স বেরেত্তিনি? জেনে নিন

আরও পড়ুন: Novak Djokovic, Wimbledon 2022: অল্পের জন্য বাঁচলেন জোকার, চলে গেলেন দ্বিতীয় রাউন্ডে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.