নিজস্ব প্রতিবেদন: এশিয়ার ফুটবলের উন্নয়নে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে ইস্টবেঙ্গল ক্লাব। এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন লাল-হলুদ কর্তারা। শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে তাঁর সঙ্গে আলোচনা সেরেছেন লাল-হলুদ কর্তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দু’দলের কর্তাদের মধ্যে ফুটবলের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব যৌথ ভাবে কাজ করবে বলে স্থির হয়েছে ওই বৈঠকে। ফুটবল পরিকাঠামোর উন্নতি, নতুন প্রতিভা খুঁজে আনার মাধ্যমে ফুটবলের সার্বিক উন্নয়নই লক্ষ্য বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সচিব রূপক সাহা।


আগামী মরশুমে ইস্টবেঙ্গল বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গেই আইএসএল খেলবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। তবে ইস্টবেঙ্গল যে, কলকাতা লিগ , ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ড খেলবে তা একপ্রকার নিশ্চিত। এমনকী আইএসএল-এর শেষ দুই ম্য়াচ আগে নেপালের তরুণ ডিফেন্ডার অনন্ত তামাংকে সই করিয়েছে লাল-হলুদ ক্লাব। শ্রী সিমেন্টের এমডি হরিমোহন বাঙুর যদিও জানিয়েছেন যে, তাঁরা ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকতে চায়। তবে কয়েকটি ফ্যাক্টরও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। এটাই বলা যায় যে, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যুতে জল্পনা শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা।


আগামী দিনে পরিকল্পনা বাস্তবায়িত করতেও দুই বাংলার দু’ক্লাব একসঙ্গে পথ চলবে বলে আশাবাদী শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।


আরও পড়ুন: ICC Women’s World Cup, INDWvsENGW : অবসর ও ব্যক্তিগত সাফল্য নয়, ট্রফি জয়ে বিভোর 'চাকদহ এক্সপ্রেস' Jhulan Goswami


আরও পড়ুন: IPL 2022: নতুন ইনিংস শুরু করার আগে NCA-এর ছাড়পত্র পেলেন Hardik Pandya


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)