East Bengal News: মাথায় আকাশ ভেঙে পড়ল ইস্টবেঙ্গলের! লিগের মাঝেই রক্তচাপ বাড়ল অস্কার ব্রুজোর
Madih Talal Injury Update: চোট আঘাতের সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল, এবার গোদের উপর বিষফোঁড়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট আঘাতের সমস্যায় ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। লাল-হলুদ যখন ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তখনই একের পর এক বিদেশির চোট! কখনও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো, তো কখনও গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামানতাকোস তো আবার কখনও স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেও! আর সেই তালিকায় জুড়েছে ফরাসি মিডফিল্ডার মাদি তালালের (Madih Talal) নাম। আর এবার তালালকে নিয়েই চলে এল বুক ভাঙা আপডেট। মাথায় আকাশ ভেঙে পড়ল ইস্টবেঙ্গলের! লিগের মাঝেই রক্তচাপ বাড়ল অস্কার ব্রুজোর।
আরও পড়ুন: দু'গোলে পিছিয়েও বিরাট জয় লাল-হলুদের, প্রত্যাবর্তনের মশালে পুড়ে ছারখার পঞ্জাব...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)