ইতিহাসের সামনে লাল-হলুদ, `টানা সাতবার ঘরোয়া লিগ জয়` টার্গেট ইস্টবেঙ্গলের
টানা সাতবার ঘরোয়া লিগ জেতার নজির গড়েই আই লিগকে টার্গেট করতে চাইছেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার মহম্মদ রফিক। চলতি মরসুমে ইতিহাসের সামনে দাঁড়িয়ে লাল-হলুদ। টানা সাতবার ঘরোয়া লিগ জিতে বাংলা ফুটবলের নতুন ইতিহাস গড়ার হাতছানি মেহতাবদের সামনে। যা বাড়তি মোটিভেশন হিসাবে কাজ করছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সামনে। একইসঙ্গে মরসুমের শুরু থেকেই লাল-হলুদ ফুটবলারদের মাথায় ঘুরছে দীর্ঘসময় ধরে আই লিগ না পাওয়া। বেশ কয়েকবার তীরে এসেও তরী ডুবেছে। এবার তাই জোড়া খেতাবের টার্গেটে নামছে তারা।
ব্যুরো: টানা সাতবার ঘরোয়া লিগ জেতার নজির গড়েই আই লিগকে টার্গেট করতে চাইছেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার মহম্মদ রফিক। চলতি মরসুমে ইতিহাসের সামনে দাঁড়িয়ে লাল-হলুদ। টানা সাতবার ঘরোয়া লিগ জিতে বাংলা ফুটবলের নতুন ইতিহাস গড়ার হাতছানি মেহতাবদের সামনে। যা বাড়তি মোটিভেশন হিসাবে কাজ করছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সামনে। একইসঙ্গে মরসুমের শুরু থেকেই লাল-হলুদ ফুটবলারদের মাথায় ঘুরছে দীর্ঘসময় ধরে আই লিগ না পাওয়া। বেশ কয়েকবার তীরে এসেও তরী ডুবেছে। এবার তাই জোড়া খেতাবের টার্গেটে নামছে তারা।
লিগ শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন। তাই সময় খুব কম। কল্যাণীতে আবাসিক শিবিরে তাই জোরকদমে চলছে ইস্টবেঙ্গলের প্রস্তুতি। শুধু ফিজিক্যাল কন্ডিশনিং নয়,ফুটবলারদের বল দিয়ে নানান রকম ড্রিল করাচ্ছেন মরগ্যান। একটানা ফিজিক্যাল ট্রেনিং করালে ফুটবলারদের মধ্যে একঘেয়েমি আসতে পারে। তাই রফিক-মেহতাবদের নিয়ে ভিন্নস্বাদের অনুশীলন করাচ্ছেন মরগ্যান আর ড্রাইডেন। আপাতত আবাসিক শিবিরে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই ইস্টবেঙ্গলের। তবে নিজেদের মধ্যে ম্যাচ খেলছেন লাল-হলুদ ফুটবলার-রা। লিগ শুরুর আগে ফুটবলারদের নব্বই মিনিট খেলার মত জায়গায় নিয়ে যেতে চান মরগ্যান।
লিগে তৃতীয় বিদেশি নিয়ে এখনও জট কাটেনি। ওয়েডসনকে পাওয়া যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। হাইতিয়ান স্ট্রাইকারের জন্য কতদিন অপেক্ষা করা হবে সেটাও বুঝে উঠতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা। তবে যাই হোক না কেন লিগ শুরুর আগেই তৃতীয় বিদেশি নিশ্চিত করতে চাইছে লাল-হলুদ।