নিজস্ব প্রতিবেদন :  আই লিগের প্রথম দুই ম্যাচে পাহাড় জয় করে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নেরোকাকে ২-০ গোলে হারানোর পর শিলং লাজংয়ের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার এই মরশুমে আই লিগে প্রথমবার ঘরের মাঠে নামছে আলেজান্দ্রো গার্সিয়ার দল। সামনে চেন্নাই সিটি এফসি। যারা ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে। মঙ্গলবার যুবভারতীতে চেন্নাইকে হারিয়ে আই লিগের মগডালে ওঠার হাতছানি ইস্টবেঙ্গলের সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন -  মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হেরে গেল বার্সেলোনা


প্রথম দুই ম্যাচের মতো মঙ্গলবারের ম্যাচেও মিড ফিল্ডার আল আমনাকে পাচ্ছে না লাল-হলুদ কোচ। চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা করলেও এখনও পুরোপুরি সুস্থ নন লাল-হলুদের সিরিয়ান মিডফিল্ডার। তবে পর পর দুই ম্যাচে জেতার পরেও কোনও রকম আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মেনেজেস। গোটা দলের একতা বজায় রাখতে কোচের পরামর্শ মতো সোমবার অনুশীলনের পরই রাজারহাটের এক হোটেলে একসঙ্গে রয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার এই হোটেল থেকেই যুবভারতীতে ম্যাচ খেলতে যাবেন জনি, চুলোভারা। এনরিকে, জবি জাস্টিন গোলের মধ্যে রয়েছেন। গোটা দলটাই এবার শুরু থেকে ছন্দে। সেই ছন্দই ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে বজায় রাখতে মরিয়া টিম ইস্টবেঙ্গল।


আরও পড়ুন - ‘সন্তান যা করতে চায়, যা হতে চায়, তাই হতে দিন, মানসিক চাপ দেবেন না’, পরামর্শ আনন্দের


এদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বেশ সমস্যায় লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি।তিন ম্যাচে চার গোল করা উরুগুয়েন স্ট্রাইকার পেদ্রো মানজি হ্যামস্ট্রিংয়ের চোটে অনিশ্চিত। পেদ্রো খেলুন বা না খেলুন তাতে কোনও বাড়তি সুবিধে হবে না বলেই মনে করেন ইস্টবেঙ্গল কোচ। তাঁর মতে, চেন্নাই খুব শক্তিশালী দল। ম্যাচটা খুব সহজ হবে না।