জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯ ম্যাচ পর অবশেষে ৩ পয়েন্ট! জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের গোলের মালা পরালেন লাল-হলুদ ফুটবলাররা। ৪-০ গোলে জিতলেন দিমিত্রি দিয়ামানতাকোস, নন্দকুমার শেকরেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  IPL Auction 2025: মালিকের মাস্টারস্ট্রোক, নিলামের আগেই ১৮ কোটির চুক্তি! ধনতেরাসেই এমন ধনবর্ষা কার?


আইএসএলের এখন লাস্ট বয় ইস্টবেঙ্গল। পারফরম্যান্স এতটাই খারাপ যে, মরশুমে মাঝপথে বদলে গিয়েছে কোচ। ফুটবলারদের আত্মবিশ্বাসও তলানিতে। বস্তুত,  এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে ভুটানের এফসির বিরুদ্ধেও পুরো পয়েন্ট ঘরে তুলতে পারেনি লাল-হলুদ বাহিনী। দ্বিতীয় ম্যাচে কিন্তু ঘুরে দাঁড়াল অস্কার ব্রুজোর ছেলেরা।


এদিন ম্যাচের একদম শুরুতেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার বয়স তখন কয়েক সেকেন্ড! নন্দের ক্রস থেকে বসুন্ধরার জালে বল জড়ান দিয়ামান্তাকস। ২০ মিনিটে দ্বিতীয় গোল শৌভিকের। এরপর অনবদ্য গোল করে ব্যবধান বাড়ান নন্দ। ম্যাচের শেষ গোলটি করেন আনোয়ার আলি। দ্বিতীয়ার্ধে অবশ্য় খানিকটা চেপে ধরেছিল বসন্ধুরা। তবে গোল করতে পারেনি তারা।


আরও পড়ুন:  KKR | IPL Auction 2025: 'ঘরশত্রু বিভীষণ'! নাইটদের নিলাম কৌশল ফাঁস প্রাক্তনেরই ! ৬ জনের নামই বলে দিলেন...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)