IPL Auction 2025: মালিকের মাস্টারস্ট্রোক, নিলামের আগেই ১৮ কোটির চুক্তি! ধনতেরাসেই এমন ধনবর্ষা কার?

This Team Complete First Signing Of IPL 2025 For Rs 18 Crore: এক-আধ কোটি টাকা নয়, ১৮ কোটি টাকায় আইপিএলের প্রথম রিটেনশন হয়ে গেল!  

Oct 29, 2024, 21:12 PM IST
1/6

আইপিএল নিলামের দিন

IPL Auction 2025

আইপিএল নিলামের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে নাকি রিয়াদে তা অনুষ্ঠিত হতে পারে। তবে নিলামের আগেই বিরাট খবর চলে এল। চর্চায় লখনউ সুপার জায়ান্টস!  

2/6

আইপিএলে খেলোয়াড় ধরে রাখার নিয়ম

IPL Retention 2025 Rules

বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ খেলোয়াড়কে ধরে রাখতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলি 'রিটেনশন' বা 'রাইট টু ম্যাচ' ওরফে আরটিএম ব্যবহার করে তা করতে পারবে। রিটেনশন এবং আরটিএম-এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে।   

3/6

নিলামের আগে মোট ক'জনকে ধরে রাখতে পারবে!

 IPL Retention 2025 Number Of Retention

৬ জন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপড খেলোয়াড় (ভারতীয় বা বিদেশি) এবং সর্বাধিক ২ জন আনক্যাপড (জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া) খেলোয়াড় থাকতে পারবে। আগামী ৩১ অক্টোবরের ভিতর দশ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে। 

4/6

আগামী ৩১ অক্টোবরের মধ্য়েই খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা

31st October Last Date

ডেডলাইনের দু'দিন আগেই বিরাট ব্রেকিং চলে এল সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল ফ্র্য়াঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস থেকে। জানা যাচ্ছে লিগের প্রথম রিটেনশন এলএসজি-র সৌজন্য়ে হয়ে গেল। সূত্রের খবর এলএসজি নাকি তাদের সহ-অধিনায়ক নিকোলাস পুরানকে ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখল। 

5/6

নিকোলাস পুরান

 Nicholas Pooran

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্য়াটার পুরান এলএসজি-র অন্য়তম সর্বাধিক রানশিকারি। ৬২.৩৮-এর গড়ে ও ১৭৮.২১-এর স্ট্রাইক রেটে ৪৯৯ রান করেছেন। চলতি বছর টি-২০ ক্রিকেটে তিনি ৬৮ ম্য়াচে ২২৫১ রান করেছেন।  

6/6

লখনউয়ের প্রথম পছন্দ রিটেনশনে

LSG's first-choice retention

পুরান যে এলএসজি-র প্রথম রিটেনশন, তা একপ্রকার নিশ্চিত। তবে আরও চার ক্রিকেটার রয়েছেন। রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি এবং মহসিন খানকে এলএসজি ধরে রাখহতে পারে। গোয়েঙ্কার টিম ৬৯ কোটি টাকার পার্স নিয়ে নিলামে নামবে। কমপক্ষে ১৫টি স্লট তাদের ভরতে হবে।