SC Eastbengal: `সৌরভে ফের সুরভিত ইস্টবেঙ্গল`! থেকে গেলেন Sourav Das
আরও এক মরসুম ইস্টবেঙ্গলে সৌরভ দাস।
নিজস্ব প্রতিবেদন: এসসি ইস্টবেঙ্গল (SC Eastbengal) একাধিক ফুটবলারকে ক্লাবে থেকে যাওয়ার অনুরোধ করেছিল। সেই তালিকায় ছিলেন সৌরভ দাসও (Sourav Das)। থেকে যাচ্ছেন সৌরভ। আরও এক বছর তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করল লাল-হলুদ। মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল ইস্টবেঙ্গল। সেখানে লিখে দেওয়া হল, "সৌরভে ফের সুরভিত ইস্টবেঙ্গল। ঘরের ছেলে ঘরেই রইল।"
আরও পড়ুন: SC Eastbengal: কেন ইস্টবেঙ্গলকেই বেছে নিলেন তিনি? দু'টি কারণ জানালেন অরিন্দম
২৫ বছরের মিডফিল্ডার সৌরভের সঙ্গে কথা অনেকটাই পাকা করে ফেলেছিল ইস্টবেঙ্গল। গত মরসুমে তাঁর ফুটবল নজর কেড়েছিল আইএসএলে। সৌরভকে রেখে দিতেই চেয়েছিল ইস্টবেঙ্গল। অবশেষে তাঁকে দলে নিয়ে নিল রবি ফাউলারের টিম। এর আগে ইস্টবেঙ্গল অমরজিত সিং কিয়াম, শুভ ঘোষ, আদিল খান, জ্যাকিচাঁদ সিং, রোমিও ফার্নান্ডেজ, হীরা মণ্ডল ও অরিন্দম ভর্টাচার্যের মতো ফুটবলারকে নিয়েছে দলে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)