নিজস্ব প্রতিবেদন: বেন স্টোকসের অপরাজিত শতরান। শেষ উইকেটে ৭৬ রানের অপরাজিত পার্টনারশিপ। লিডস টেস্টে রেকর্ড গড়ে জয় ইংল্যান্ডের। লিডসে বেন স্টোকসের ইতিহাস গড়ার দিনে নন স্ট্রাইকিং এন্ডে কে ছিলেন? উত্তর জ্যাক লিচ। যাকে নিয়ে শেষ উইকেটে অপরাজিত ৭৬ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন বেন স্টোকস। কিন্তু ১৭ বলে ১ রানে অপরাজিত থাকা জ্যাক লিচের কৃতিত্বও কম নয়। এই হেডিংলি টেস্টে জ্যাক লিচের অনবদ্য অবদানের জন্য তাঁকে আদীবন চশমা স্পনসর করবে অ্যাসেজ সিরিজের চশমা প্রস্তুতকারক স্পনসর সংস্থা স্পেকসেভারস।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ চশমা পড়েই ক্রিকেট খেলেন। রবিবার টেস্ট জেতার পর টুইটে বেন স্টোকস রসিকতা করে লেখেন, "লিচকে আজীবন বিনামূল্যে চশমা দেওয়া উচিত্ স্পনসর সংস্থা স্পেকসেভারস-এর।"



বেন স্টোকসের এই আবদার টুইটে দেখেই অ্যাসেজ সিরিজের চশমা প্রস্তুতকারক স্পনসর সংস্থা স্পেকসেভারস সম্মতি দিয়ে জানায়, "লিচকে আজীবন বিনামূল্যে চশমা দেওয়া হবে..."  


আরও পড়ুন - Ashes 2019: বেন স্টোকসের অপরাজিত শতরানে লিডস টেস্ট জিতে অ্যাসেজে সমতা ফেরাল ইংল্যান্ড