জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হাতে আর দু'দিন। তারপরেই শুরু মহিলাদের বিশ্বকাপ (FIFA Women's World Cup 2023)। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণ। আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড (Australia and New Zealand)। ৩২ দেশ লড়াই করবে খেতাবযুদ্ধের জন্য। এক মাস ব্য়াপী এই লড়াই শেষ হবে আগামী ২০ অগস্ট। সিডনির অলিম্পিক স্টেডিয়ামে (Sydney Olympic Stadium) মেগাফাইনাল। সারা উইগম্যানের (Sarah Wiegman) ইংল্যান্ড লায়োনেস (England Lionesses) অন্যতম ফেভারিট এবারের টুর্নামেন্টে। গত দু'বারের সেমিফাইনালিস্ট গত গ্রীষ্মে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তারা যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, তা সকলকে চমকে দিয়েছে। ইংল্যান্ডের মেয়েরা চ্যাম্পিয়ন হবে কিনা, তা সময় বলবে, তবে বিশ্বকাপ চলাকালীন উইগম্যানের শিষ্য়দের রাতের ঘুম কেড়ে নেবে তাঁদের টিম হোটেল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Prithvi Shaw: 'কোনও বন্ধু নেই, ভয় লাগে খুব', মনের সঙ্গে লড়ছেন একাকী ক্রিকেটার, আঁধারে ব্রাত্যজন!


চলতি মাসের শুরুতেই ইংল্য়ান্ড টিম চলে এসেছে অস্ট্রেলিয়ায়। প্রস্তুতি ভালো ভাবে সারার জন্য আগেই চলে এসেছে টিম। ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশন ওরফে এফএ, তাদের মেয়েদের থাকার জন্য বুক করেছে ক্রাউন প্লাজা টেরিগাল প্যাসিফিক হোটেল। নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্টে অবস্থিত বিখ্যাত এই হোটেলই উইগম্যানের টিমের কাছে হতে পারে দুঃস্বপ্নের কারণ। কারণ রাত হলেই হোটেলের ঘর থেকে কানে আসে তীব্র চিৎকার। ফুটবলারদের ঘুম কেড়ে নিতে পারে যা। এখন প্রশ্ন এই শব্দের উৎস কী? এই হোটেলের ঠিক উল্টোদিকেই রয়েছে এক নাইটক্লাবে। সেখানকার ডিজেরা রাত দু'টো পর্যন্ত সপ্তাহান্তে তারস্বরে ট্র্যাক বাজান। আর এই প্রবল আওয়াজেই ঘুম উড়তে চলেছে ব্রিটিশ ফুটবলারদের। 


ম্য়ারিয়েন সি নামের এক ট্রিপঅ্যাডভাইজার ব্যবহারকারী লিখেছেন, 'যদি আপনি ঘুমাতে চান, তাহলে দয়া করে এখানে থাকবেন না। মাথাব্যথা ও জীবনের সবচেয়ে খারাপ রাতের ঘুমের জন্য আমি প্রচুর টাকা দিয়েছি। হোটেল খুবই সুন্দর। তবে নাইটক্লাবের আওয়াজের জন্য রিসেপশন থেকে আমাদের অন্য ঘর দেওয়া হয়েছিল। কিন্তু আওয়াজ কমেনি।' এক স্থানীয় বাসিন্দা দ্য মিররকে জানিয়েছেন, 'সপ্তাহান্তে হোটেলের চারপাশেতুমুল হইচই হয়। এই জায়গাটি ভীষণ জনপ্রিয়। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীরা বেছে নেন পাশের সি-বিচের কথা ভেবে। উপভোগ করার জন্য় দারুণ জায়গা। তবে রাতের ঘুমের জন্য় মোটেই এই হোটেল ঠিক নয়।' এই হোটেলে রয়েছে ১৯৯টি ঘর, একটি পুল, ফিটনেস সেন্টার ও কনফারেন্স রুম। এখন দেখার এফএ অন্য কোনও হোটেলের ব্যবস্থা করে কিনা!


আরও পড়ুন: Mohammedan Sporting, CFL 2023: পাঠচক্রকে ৪ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)