জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের মে মাস পর্যন্ত তিনি ছিলেন রিভার প্লেটের (River Plate) ফুটবলার। জুলাইয়ে তাঁকে ২ কোটি ইউরোরও কম দলবদল পেতে চেয়েছিল পর্তুগালের ক্লাব বেনফিকা (Benfica)। বিশ্বকাপ (FIFA World Cup 2022() জেতার পর থেকে এহেন এনজো ফার্নান্ডেজকে (Enzo Fernandez) উত্তেজনা তুঙ্গে। কারণ আর্জেন্টিনার (Argentina) এই ফুটবলার কাতার বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাওয়ার পর থেকেই তাঁর দাম বেড়ে গিয়েছে। তাঁকে দলে পেতে এখন ইংল্যান্ডের দুই শক্তি ক্লাব লিভারপুল (Liverpool FC) ও ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) লড়াইয়ে নেমেছে। শেষ পর্যন্ত যে দলই তাঁকে পাক, বেনফিকা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছে, ফার্নান্ডেজকে দলে নিতে হলে খরচ করতে হবে ১২ কোটি ইউরো!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলবদলের বাজারে ফার্নান্ডেজের চাহিদার দাম যে বাড়বে, সেটা কাতার বিশ্বকাপ চলার সময় বোঝা গিয়েছিল। আর্জেন্টিনার ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জিততে মাঝমাঠে অসাধারণ ভূমিকা রেখেছেন বুয়েনস এইরেসের সান মার্তিনে জন্ম নেওয়া ২১ বছর বয়সী এই ফুটবলার। হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।


আরও পড়ুন: Mohamed Salah: পরিবারের সঙ্গে বড়দিন পালন করে বিতর্কে 'বিধর্মী' মহম্মদ সালাহ!


আরও পড়ুন: Virat Kohli and Surya Kumar Yadav: কোহলির 'বিরাট' ইনিংস থেকে সূর্যের আগুনে শতরান, ২০২২-এ ভারতের সেরা সাত ইনিংস


সান মার্তিনের অলিগলিতে খেলতে খেলতেই স্থানীয় ক্লাব লা রেকোভার এক স্কাউটের চোখে পড়ে যায় ৪ বছরের ফার্নান্ডেজ। ২০০৫ সালে ছোট্ট ফার্নান্ডেজকে ক্লাব লা রেকোভায় নিয়ে যান ওই স্কাউট। সেখানেই ফুটবলের হাতেখড়ি ফার্নান্ডেজের। এরপর পাঁচ বছর বয়সে জায়গা হয় আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটে। ১৮ বছর বয়সে রিভার প্লেটের যুব দল থেকে ফার্নান্ডেজ জায়গা পান মূল দলে। চলতি বছরই রিভার প্লেট থেকে নাম লেখান বেনফিকায়। পর্তুগালের ক্লাব ফার্নান্ডেজের প্রতিভা বুঝতে পেয়েছিল। আর সেইজন্যই ১৮ বছরের একজন মিডফিল্ডারের রিলিজ ক্লজ ১২ কোটি ইউরো করেছে পর্তুগালের এই ক্লাব। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)