সাইকেল চালিয়ে দেশের নাম ইতিহাসে তুললেন আন্দামানের এসো
চেক প্রজাতন্ত্রের সোনাজয়ী প্রতিদ্বন্দ্বীর থেকে মাত্র .১৭ সেকেন্ড পিছিয়ে ছিলেন এসো।
নিজস্ব প্রতিনিধি : আজ পর্যন্ত সাইক্লিংয়ে কোনও বিশ্ব চ্যামেপিয়নশিপে ভারত কোনও পদক জেতেনি। কিন্তু এবার এই রেকর্ড ভেঙে দেশের নাম ইতিহাসে তুলে দিল আন্দামানের এক খুদে। জুনিয়র ট্র্যাক সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন আন্দামান ও নিবোকার দ্বীপপুঞ্জের এসো আলবান। প্রথম ভারতীয় হিসাবে কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাইক্লিংয়ে দেশকে পদক এনে দিল এসো।
সুইজারল্যান্ডে ইভেন্টের দ্বিতীয় দিনে পদক জিতল এসো। দিল্লির স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ন্যাশনাল সাইক্লিং অ্যাকাডেমিতে ট্রেনিং করেন এসো। আন্দামানের খুদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।
আরও পড়ুন- ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে নেই ভুবি!
চেক প্রজাতন্ত্রের সোনাজয়ী প্রতিদ্বন্দ্বীর থেকে মাত্র .১৭ সেকেন্ড পিছিয়ে ছিলেন এসো। শেষ ল্যাপে পিছিয়ে না পড়লে সোনার পদক জিততে পারতেন এই ভারতীয় সাইক্লিস্ট। প্রথম রাউন্ডে ২০০ মিটার রেসে ১০.৮৫১ সেকেন্ড সময় নিয়েছিলেন এসো। জুলাই মাসে জুনিয়র সাইক্লিংয়ে বিশ্বের এখ নম্বর হয়েছিল এসো। এশিয়ান জুনিয়র ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর বিশ্বের এখ নম্বরে উঠে এসেছিল আন্দামানের এই সাইক্লিস্ট।