ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে নেই ভুবি!

শেষ দুই টেস্টে ভারতীয় বোলিংয়ে ফিরতে পারেন ভুবি। কিন্তু ভুবির মেডিক্যাল রির্পোটে আশার আলো দেখা যাচ্ছে না।

Updated By: Aug 17, 2018, 04:04 PM IST
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে নেই ভুবি!

নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডে ক্যাপ্টেন কোহলির কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছেই। প্রথম দুটি টেস্টে হেরে সিরিজ হারের আশঙ্কায় টেস্টের এক নম্বর দল। ব্যাটসম্যানদের ব্যর্থতা,টেস্টে ভরাডুবি- বিলেতে টিম ইন্ডিয়ার খারাপ সময় চলছে তো চলছেই৷ সূত্রের খবর, এবার সিরিজের শেষ দুটি টেস্টে পাওয়া যাবে না ভুবনেশ্বর কুমারকেও৷

আরও পড়ুন - এবার টেস্টেও ওপেন করতে তৈরি রোহিত শর্মা!

ইংল্যান্ডের মাটিতে শেষ দুটি টেস্টে ভুবনেশ্বর কুমারকে পাওয়া যাবে, এমনটাই আশা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আপাতত সেই আশায় জল ঢেলে দিল ভুবির মেডিক্যাল রিপোর্ট৷ ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের শেষ দুই টেস্টেও পাওয়া যাচ্ছে না ভুবিকে৷ ভারতীয় বোর্ড সূত্রে খবর, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের 'সুইং স্পেশালিস্ট'। বোর্ডের তরফে জানানো হয়েছে, ভুবি এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি৷ পুরোপুরি ফিট হতে ভুবির আরও কিছুদিন সময় লাগবে৷

আরও পড়ুন - ‘লড়াই-ই করতে পারেনি ভারত’! লর্ডসে বিরাট হারের পর বিস্ফোরক গম্ভীর

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন ভুবি। তাই প্রথম তিনটি টেস্টে ভুবনেশ্বর কুমারকে দলে রাখেননি নির্বাচকরা। ট্রেন্ট ব্রিজ টেস্টের পরই শেষ দুটি টেস্টের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা৷ ভুবিকে না পাওয়ায় তাঁদের কপালেও চিন্তার ভাঁজ পড়ল বলা চলে৷ পিঠের চোটের কারণে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন ভুবি৷

আরও পড়ুন - "ভারত সবচেয়ে উজ্জ্বল রত্ন হারাল" বাজপেয়ীর মৃত্যুতে বললেন সৌরভ

ভুবির বোলিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে ফিরে এসেছিল টিম ইন্ডিয়া। চলতি ইংল্যান্ড সিরিজেও তাই ভুবির দিকে তাকিয়ে ছিলেন কোহলিরা৷ কিন্তু পিঠের চোট ব্যকফুটে ঠেলে দেয় এই সুইং বোলারকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওয়েট লিফ্টিংয়ে ছবি পোস্ট করেছিলেন ভুবনেশ্বর৷ মনে করা হয়েছিল ধীরে ধীরে ফিট হচ্ছেন তিনি৷ ফলে শেষ দুই টেস্টে ভারতীয় বোলিংয়ে ফিরতে পারেন ভুবি। কিন্তু ভুবির মেডিক্যাল রির্পোটে আশার আলো দেখা যাচ্ছে না। পাঁচ টেস্টের সিরিজে বিরাটরা পিছিয়ে ০-২ ব্যবধানে৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু তৃতীয় টেস্ট৷ এই টেস্ট হারলে সিরিজ হারবে ভারতীয় দল৷

.