ব্যুরো: ইউরোপা লিগের শেষ ষোলর প্রথম পর্বের ম্যাচে আটকে গেল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে রোসতভ বনাম ম্যান ইউ ম্যাচ শেষ এক-এক গোলে। অ্যাওয়ে ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারল না রেড ডেভিলস। উল্টোদিকে ম্যাচের শেষদিকের সুযোগগুলো কাজে লাগাতে পারলে জিততে পারত রোসতভ। বরফ পরায় বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছিল রোসতভের হোম গ্রাউন্ড। বৃহস্পতিবার রাতে ম্যাচ হওয়া নিয়েই প্রশ্নচিহ্ন ছিল। এরপরও নির্ধারিত সময় ম্যাচ হয়। চোট সারিয়ে ফিরেই মিকিতারিয়ানের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ম্যান ইউ। ইব্রাহিমোভিচের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকিতারিয়ান। বিরতির পরই ম্যাচে ফেরে হোম টিম। মোরিনহোর দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে বুখারোভের গোলে ম্যাচের স্কোর হয় এক-এক। এরপরও ম্যান ইউর রক্ষণ ফের ভেঙে ফেলেছিল রোসতভ। তবে প্রথম পর্বের ম্যাচ শেষ হয় এক-এক। সামনের সপ্তাহেই ঘরের মাঠে ফিরতি পর্বের ম্যাচ খেলবে ম্যান ইউ। অ্যাওয়ে গোল করায় কিছুটা অ্যাডভান্টেজ রেড ডেভিলস।