নিজস্ব প্রতিবেদন - ২০১৮ সালে তিনি বাংলাদেশের মহিলাদের জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হন। তাঁকে দায়িত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় সাফল্যের প্রত্যাশা করেছিল। এমনকী বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সমর্থকরা ভেবেছিলেন, এবার পরিবর্তন আসবে। ভারতীয় দলের হয়ে খেলা অঞ্জু জৈনের তত্ত্বাবধানে বাংলাদেশের মেয়েরা আহামরি কিছু করতে পারেননি। এমনকী ২০২০ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের মহিলা দল মুখ থুবরে পরে। এর পরই কোচ বদলের গুঞ্জন শোনা যায়। শেষমেষ সেই গুঞ্জন সত্যি হল। অঞ্জু এবার দেশে ফিরছেন। এবার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর মহিলা ক্রিকেট দলের কোচ হলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  করোনা পরবর্তী ক্রিকেটে COVID-19 সাবস্টিটিউটের ভাবনা ICC-র!


ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আটটি টেস্ট ও ৬৫ টি একদিনের ম্যাচ খেলেছেন অঞ্জু। বিসিবির এক সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অঞ্জুকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হত। তার আগে অঞ্জু নিজেই সরে গেলেন। লকডাউনের মধ্যেই অঞ্জুকে কোচিং এর দায়িত্ব দিল বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। মার্চ মাসে মহিলা দলের কোচ অতুল ভেদাদেকে বরখাস্ত করে বরোদা ক্রিকেট সংস্থা। তাঁর বিরুদ্ধে বেশ কিছু ক্রিকেটার যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এরপর তদন্ত শুরু হয়। এবং অতুলকে বরখাস্ত করা হয়। ফলে মহিলা দলের কোচের পদটি শূন্য ছিল। তারপরই অঞ্জুর সঙ্গে যোগাযোগ করে বরোদা ক্রিকেট সংস্থা। তড়িঘড়ি তাঁকে নিয়োগ করা হয়। প্রসঙ্গত, ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন ছিলেন অঞ্জু।