করোনা পরবর্তী ক্রিকেটে COVID-19 সাবস্টিটিউটের ভাবনা ICC-র!

ক্রিকেটকে সুরক্ষিত করতে নানা পদক্ষেপের কথা ইতিমধ্যেই জানিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি

Updated By: Jun 5, 2020, 01:08 PM IST
করোনা পরবর্তী ক্রিকেটে COVID-19 সাবস্টিটিউটের ভাবনা ICC-র!

নিজস্ব প্রতিবেদন:  করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু করার ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। পাশাপাশি ক্রিকেটকে সুরক্ষিত করতে নানা পদক্ষেপের কথা ইতিমধ্যেই জানিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এবার টেস্ট ম্যাচে কোভিড-19 পরিবর্তের কথা ভাবছে আইসিসি! এমনটাই জানাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা।

 

টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই চালু হয়েছে কনকাশন সাবস্টিটিউট- অর্থাত্ ম্যাচ চতলাকালীন মাথায় কেউ আঘাত পেলে তাঁর পরিবর্তে সমকক্ষ কোনও ক্রিকেটার মাঠে নামতে পারবেন।  COVID-19 সাবস্টিটিউটের বিষয়টাও প্রায় একই রকম। সূত্র মারফত্ জানা গিয়েছে, টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের কোভিড-19 পজিটিভ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দিতে হবে। ওই সংশ্লিষ্ট ক্রিকেটার সমকক্ষ কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে মাঠে নামানোর নিয়ম চালু করার ভাবনাচিন্তা করেছে আইসিসি।

আরও পড়ুন - ফিটনেসে জুভেন্টাসের চিকিত্‍সকদের অবাক করলেন রোনাল্ডো!

.