নিজস্ব প্রতিবেদন— এই নিয়ে পাকিস্তানের দুজন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ল। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজ করোনা পজিটিভ হয়েছিলেন। এবার পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁকে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জাফর সরফরাজ করোনা যুদ্ধে জিততে পারেননি। গত মাসেই মারা গিয়েছেন তিনি। এর আগে স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটারও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৮ বছর বয়সী তৌফিক জানিয়েছেন, তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ ছিল না। একদিন রাতে শরীরে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। অস্বস্তি অনুভব করায় করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেন তিনি। রিপোর্ট পজিটিভ আসে। পাকিস্তানের হয়ে ওপেনিং করেছেন তৌফিক। এছাড়া পার্ট টাইম উইকেটকিপার ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ২০০৪—০৫ হাইভোল্টেজ সিরিজেও খেলেছেন এই ক্রিকেটার। ২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তৌফিক। 


আরও পড়ুন— করোনা পরবর্তী ICC-র 'ক্রিকেট গাইডলাইন' নিয়ে প্রশ্ন তুললেন নির্বাসিত শাকিব!


পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট ও ১২টি একদিনের ম্যাচ খেলেছেন তৌফিক উমর। টেস্টে তাঁর রান ২৯৬৩। একদিনের ক্রিকেটে ৫০৪। ২০১৪ সালে দুবাইতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষবার পাকিস্তানের জার্সিতে টেস্ট খেলেছিলেন তৌফিক। ২০১১ সালে শেষবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেন। টেস্ট ক্রিকেটে পাকিস্তান দলের নির্ভরযোগ্য ওপেনার হয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের হয়ে টি—২০ ক্রিকেটে খেলার সুযোগ তিনি আর পাননি।