করোনা পরবর্তী ICC-র 'ক্রিকেট গাইডলাইন' নিয়ে প্রশ্ন তুললেন নির্বাসিত শাকিব!
কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান মনে করেন আইসিসি-র এই নির্দেশিকাগুলিকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করে দেওয়া উচিত্।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটকে করোনামুক্ত রাখতে একাধিক নতুন নতুন নিয়ম আনতে চলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসি-র দেওয়া ১৬ পাতার 'ক্রিকেট গাইডলাইন'-এ রয়েছে একাধিক নয়া দাওয়াই। ক্রিকেটার থেকে আম্পায়ার সবার জন্যই নানা নির্দেশিকা রয়েছে। কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান মনে করেন আইসিসি-র এই নির্দেশিকাগুলিকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করে দেওয়া উচিত্। কারণ ক্রিকেট মাঠে সোশ্যাল ডিস্টেন্সিং রাখাটা খুবই কঠিন ব্যাপার।
এ প্রসঙ্গে শাকিব আল হাসান বলেন, "এখন তো শুনতে পাচ্ছি করোনাভাইরাস ১২ ফুট দূরত্ব থেকে সংক্রামিত করতে পারে। তিন বা ছয় ফুট নয়। তার মানে ওভারের মাঝে দুই ব্যাটসম্যান কথা বলতে পারবেন না? তাঁরা কি ক্রিজের দুই প্রান্তেই দাঁড়িয়ে থাকবেন? মাঠে কোনও দর্শক থাকবে না?উইকেটকিপাররা কতদূরে দাঁড়াবে? ক্লোজ ইন ফিল্ডাররা কী করবে?" তবে যাই হোক না কেন আইসিসি যে কোনওরকম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেবে না সেবিষয়ে নিশ্চিত শাকিবও।
জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের কথা গোপন করায় আপাতত নির্বাসনে রয়েছেন শাকিব আল হাসান। অক্টোবরে নির্বাসন থেকে মুক্তি মিলতে পারে বাংলাদেশি অলরাউন্ডারের। তাই এখন দুই ভাবে দিন গুনছেন শাকিব। প্রথমতঃ করোনামুক্ত হয়ে আবার কবে ক্রিকেট ফিরবে মাঠে আর দ্বিতীয়তঃ নির্বাসন কাটিয়ে নিজে কবে মাঠে ফিরতে পারবেন।
আরও পড়ুন - বোর্ডের অনুমতি না নিয়ে অনুশীলনে নেমে বিতর্কে ভারতীয় পেসার