স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কানপুরে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ৫০০ টেস্ট খেলতে নেমেছে ভারত। ম্যাচের দ্বিতীয় দিনের মাঝমাঝি সময়ে গিয়ে যা দেখা যাচ্ছে, তাতে মোটেই খুব একটা ভালো জায়গায় নেই বিরাট কোহলির ভারতীয় দল। বরং, অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে বেশ ভালো পজিশনে নিউজিল্যান্ডই। যাদের ৫০০ টেস্ট খেলতে এখনও ঢেড় দেরি! টেস্ট ম্যাচ। পাঁচ দিনের খেলা। তার সবে দেড় দিন গড়িয়েছে। আর টেস্টে প্রতি সেশনে বদলে যায় খেলার রঙ। তাই পিকচার এখনও শুধু বাকি নেই, অনেক অনেক বাকি। কিন্তু ৫০০ টেস্ট খেলতে নেমে আরও একটা রেকর্ড গড়ে ফেলেছে বিরাট কোহলির ভারতীয় দল। সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই প্রথম টেস্টে কোনও ভারতীয় দল এমন মাঠে নেমেছে, যে দলে এমন চারজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে! হ্যাঁ, এই ভারতীয় দলের থেকে অনেক অনেক ভালো দল হয়তো আগের ৪৯৯ টা টেস্টে মাঠে নেমেছে, কিন্তু তার কোন দলে চারজন এমন ক্রিকেটার ছিলেন না, যাঁদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি ছিল! এবারের এই ব্যতিক্রমী কাণ্ডটা হল যে চারজনের জন্য, তাঁরা হলেন - লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা এবং রবীন্দ্র জাদেজা। জাদেজা তো আরও এক কাঠি উপরে! কারণ, তাঁর ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিন-তিনটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে! যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।


আরও পড়ুন জন্মদিনে শুনে নিন কুমার শানুর গাওয়া অন্যতম সেরা ১০ গান


৫০০তম টেস্ট খেলতে নেমে ভারত জিতবে না হারবে, সে তো সময়ই বলবে। কিন্তু এটা এখনই বলা যায় যে, ৫০০ তম টেস্টে ভারতীয় দলের এই ফ্যাব ফোরের জন্য গর্বের নজির হয়ে থাকল!


আরও পড়ুন  ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে