ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে

কানপুরে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে। ৯৭ ওভারে এই রান তুলল ভারতীয় দল। প্রথম দিনই ৯ উইকেট পড়ে গিয়েছিল বিরাট কোহলির দলের। ২৯০ রানের দলগত রানের সময় ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব। এদিন ভারত যে ৩১৮ রান পর্যন্ত পৌঁছলো, তার জন্য অবদান অলরাউন্ডার জাদাজোর। তিনি অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত ৪২ রানে।

Updated By: Sep 23, 2016, 10:10 AM IST
ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে

ওয়েব ডেস্ক: কানপুরে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে। ৯৭ ওভারে এই রান তুলল ভারতীয় দল। প্রথম দিনই ৯ উইকেট পড়ে গিয়েছিল বিরাট কোহলির দলের। ২৯০ রানের দলগত রানের সময় ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব। এদিন ভারত যে ৩১৮ রান পর্যন্ত পৌঁছলো, তার জন্য অবদান অলরাউন্ডার জাদাজোর। তিনি অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত ৪২ রানে।

আরও পড়ুন এবার জঙ্গি নিশানায় কেরন, নিয়ন্ত্রণ রেখার কাছে কেরন সেক্টরে রাতভর গুলির লড়াই

উমেশ যাদেব অবশ্য আউট হয়ে যান ৯ রান করে। এদিন নিউজিল্যান্ডের হয়ে ভারতের একমাত্র উইকেটটি নিয়েছেন ওয়াগনের। এখন দেখার ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা কেমন পারফর্ম করেন।

আরও পড়ুন  সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে আজও মহারাষ্ট্র জুড়ে তল্লাসি জারি

.