জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ (SA20 2024) অলরাউন্ডার ফ্য়াবিয়ান অ্য়ালেনের (Fabian Allen) সঙ্গে ঘটে গেল ভয়ংকর ঘটনা। নিজের দেশ থেকে রামধনু দেশে তিনি এসেছেন এসএটোয়েন্টি লিগ (SA20 2024) খেলতে। পার্ল রয়্য়ালসের (Paarl Royals) হয়ে খেলার জন্য় তিনি চুক্তিবদ্ধ। কিন্ত ফ্য়াবিয়ান কল্পনাও করেননি যে, হোটেলের সামনে থেকেই তাঁর সর্বস্ব লুঠ হয়ে যাবে। ফ্য়াবিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা জোর করে তাঁর থেকে ব্য়াগ, মোবাইল ও অনান্য ব্য়ক্তিগত সামগ্রী হাতিয়ে নেয়। আর এসবই ঘটেছে বিখ্য়াত স্য়ান্ডটন সান হোটেলের সামনে থেকে। ফ্য়াবিয়ানের ভাগ্য় ভালো যে, তাঁকে কোনও ভাবে আহত করেননি বন্দুকবাজরা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পুরো ঘটনার রিপোর্ট পুলিসকে জানানো হয়েছে। ২৮ বছরের ক্রিকেটারের সঙ্গে যা হয়েছে, তা কিন্তু প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে ওখানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shubman Gill: ১১ মাস পর টেস্ট সেঞ্চুরি! গিলের উপর কি আশাই ছেড়ে দিয়েছিল দল? দ্রাবিড় খুললেন মুখ


ফ্যাবিয়ান ব্য়াটিং অর্ডারের নীচের দিকে নেমে খেলার রং বদলে দিতে পারেন। বাঁ-হাতি স্পিনার হিসেবেও বেশ কার্যকারী তিনি। দেশের জার্সিতে ২০টি একদিনের আন্তর্জাতিক ম্য়াচ ও ৩৪টি টি-২০ আই খেলেছেন। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে তিনি মাতিয়ে দেন। ফ্য়াবিয়ানের ইকোনমি রেট ৭.৪৩। যদিও চলতি এসএটোয়েন্টি লিগে তিনি ভালো ফর্মে নেই। ছয় ইনিংসে তাঁর সেরা স্কোর অপরাজিত ১৭। চার ইনিংসে হাত ঘুরিয়ে মাত্র দুই উইকেট পেয়েছেন। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে গত ম্যাচে খেলার পর তিনি বাদ পড়েন প্রথম একাদশ থেকে। ফ্যাবিয়ান লিগের বাকি ম্য়াচে আর খেলবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ যে অপ্রীতিকর ঘটনা তাঁর সঙ্গে ঘটল, তার জেরে হয়তো তিনি ওয়েস্ট ইন্ডিজে ফিরে আসতে পারেন। যদিও ক্য়ারিবিয়ান স্টারকে ছাড়াই তাঁর ফ্র্যাঞ্চাইজি দারুণ পারফর্ম করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি পার্ল রয়্য়ালস খেলবে এলিমিনেটর। 
 
আরও পড়ুন: Virat Kohli: 'বিরাট আমার ছেলের মতো, কেন খারাপ কথা বলব ওর সম্পর্কে!' বিতর্কে এবার নয়া মোড়


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)