ওয়েব ডেস্ক: মারা গেলেন প্রাক্তন ফুটবলার শিবাজি বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত দশটায় মৃত্যু হয় তাঁর। পার্ক সার্কাসে এক পরিচিতের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেখানে টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বেরোননি। বাড়ির লোক দরজা ভেঙে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। (প্রয়াত লেকার টেস্টের আরেক নায়ক পিটার রিচার্ডসন)



সাতের দশকে ময়দানের জনপ্রিয় গোলকিপার ছিলেন শিবাজি বন্দ্যোপাধ্যায়। ১৯৭৩ সালে ইস্টবেঙ্গলের হয়ে খেলেন। বাকি জীবনটা কাটিয়ে দেন মোহনবাগানেই। ১৯৭৭ সালে ব্রাজিলের কসমস ক্লাবের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স এখনও মনে রেখেছেন প্রবীণ ফুটবলপ্রেমীরা। গোল সিচুয়েশনে ফুটবল সম্রাট পেলের পা থেকে বল ছিনিয়ে নিয়েছিলেন। তারপর পেলের পেনাল্টিও আটকে দেন। (কর ফাঁকি দেওয়া নিয়ে সংবাদমাধ্যমকে তুলোধনা করলেন সানিয়া মির্জা)