জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) রেশ এখনও কাটেনি। গত বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা (Argentina) বনাম ফ্রান্সের (France)সেই মহাকাব্যিক ফাইনাল নিয়ে এখনও মজে ফুটবলপ্রেমীরা। এরমধ্যে ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) ঢাকে কাঠি পড়ে গেল । ফিফা সভাপতি (FIFA President) ইনফান্তিনো (Gianni Infantino) ও ব্রাজিলের (Brazil) প্রাক্তন তারকা স্ট্রাইকার রোনাল্ডো (Ronaldo) ২০২৬ ফিফা বিশ্বকাপের লোগো উন্মোচন করেন। তিন বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকো (Mexico) ও কানাডা (Canada) বিশ্বকাপের আয়োজক দেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ৩২। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে যে দলের সংখ্যা বাড়ছে। ৩২টি দলের পরিবর্তে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে ৪৮। ম্যাচের সংখ্যা ১০৪টি। ৪৮টি দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে দলের সংখ্যা ৪টি। লোগোর ব্যাকগ্রাউন্ডে লেখা ‘২৬’। যেহেতু বিশ্বকাপ হবে ২০২৬ সালে, সেই কারণেই লেখা ২৬।  লোগো উন্মোচনের সঙ্গে একটি হ্যাশট্যাগও চালু করেছেন ফিফা সভাপতি। এই হ্যাশট্যাগ হল ‘উই আর ২৬’। 




আরও পড়ুন: Pep Guardiola, UEFA Champions League 2022-23: মধুর প্রতিশোধ সম্পন্ন, রিয়ালের বিরুদ্ধে পুরনো হিসেব মিটিয়ে কী বললেন পেপ?


আরও পড়ুন: UEFA Champions League 2022-23: গতবার হারের বদলা! রিয়ালকে নিয়ে ছেলেখেলা করে মেগা ফাইনালে ম্যান সিটি, সামনে ইন্টার মিলান


ইতমধ্যেই বিশ্বকাপ ফাইনালের তারিখও স্থির হয়ে গিয়েছে। ১৯ জুলাই বিশ্বকাপের মেগা ফাইনালের আসর বসবে। কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল ২০ নভেম্বর। ফাইনাল হয়েছিল ১৮ ডিসেম্বর। কিন্তু ২০২৬ বিশ্বকাপ হবে আগের মতোই। অর্থাৎ জুনে শুরু। শেষ জুলাইয়ে। 


মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ হলেও প্রথমবার বিশ্বকাপ হবে কানাডাতে। মেক্সিকোতে অতীতে দু’বার বিশ্বকাপ আয়োজিত হয়েছে। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। আর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের প্রসঙ্গ উঠলেই সবার মনে এখনও অমর হয়ে আছেন দিয়েগো মারাদোনা। মার্কিন মুলুকে অবশ্য আগেও বিশ্বকাপ হয়েছে। ১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। সেবার ইতালিকে টাইব্রেকারে হারিয়ে কাপ জিতেছিল রোমারিও-বেবেতোর ব্রাজিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)