Pep Guardiola, UEFA Champions League 2022-23: মধুর প্রতিশোধ সম্পন্ন, রিয়ালের বিরুদ্ধে পুরনো হিসেব মিটিয়ে কী বললেন পেপ?

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের পর এই মরসুমে ‘ট্রেবল’ জয়ের বেশ সম্ভাবনা আছে সিটির। প্রিমিয়ার লিগে আর এক ম্যাচে জিতলেই শিরোপা উঠবে সিটির ঘরে। আর আগেই এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে গুয়ার্দিওয়ালার দল। প্রিমিয়ার লিগের কোনও ক্লাব এর আগে ‘ট্রেবল’ জিতেছে মাত্র একবার—১৯৯৯ সালে সেই কীর্তি গড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 18, 2023, 12:50 PM IST
Pep Guardiola, UEFA Champions League 2022-23: মধুর প্রতিশোধ সম্পন্ন, রিয়ালের বিরুদ্ধে পুরনো হিসেব মিটিয়ে কী বললেন পেপ?
রিয়ালের বিরুদ্ধে বদলা নিয়ে এভাবেই মাঠে দাঁড়িয়ে সেলিব্রেশন করেছিলেন পেপ গুয়ার্দিওয়ালা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেপ গুয়ার্দিওয়ালা (Pep Guardiola) অপমান ভুলতে পারেননি। পারবেনই বা কীভাবে! চলতি চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2022-23) দ্বিতীয় লেগের সেমি ফাইনালে নামার আগে বিপক্ষ রিয়াল মাদ্রিদকে (Real Madrid) নিয়ে একটাও শব্দ খরচ করেননি ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কোচ। তবে তাঁর মনে গতবার এই একই দলের বিরুদ্ধে হারের দগদগে ক্ষত জমে ছিল। আর তাই তো সর্বাধিক ১৪বারের চ্যাম্পিয়ন দলকে শেষ চারের ম্যাচে উড়িয়েই পেপ সটান বলে দিলেন, "এবার রিয়ালকে হারাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। যদিও আমাদের বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন ছিল না। আমরা দুটি ম্যাচেই ভালো খেলেছিলাম। তাই যোগ্য দল হিসেবেই আমরাই ফাইনাল খেলব।" 

গত বছর স্যান্টিয়াগো বার্নাব্যুতে সেমি ফাইনালের ফিরতি লেগে ৮৯ মিনিট পর্যন্ত ৫-৩ গোল এগিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল খেয়ে ছিটকে গিয়েছিল সিটি। চোখে মুখে অবিশ্বাস নিয়ে শিষ্যদের সান্ত্বনা দিলেও, গুয়ার্দিওয়ালা সেই হার হজম করতে পারেননি। সেই সিটিই এবার রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারিয়ে উঠল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। 

এমন স্বপ্নের জয় পেয়ে উল্লসিত ছিলেন পেপ। মাঠ ছাড়ার আগেই 'স্কাই ব্লু' ব্রিগেডের হাত নেড়ে ধন্যবাদ জানান তিনি। এরপর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, "গত মরসুম আমাদের জন্য কঠিন ছিল। সেই সময় আমরা অনেক জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছি। কিন্তু ফুটবল আপনাকে সব সময় দ্বিতীয় সুযোগ দেবে। এবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র-তে যখন রিয়াল মাদ্রিদ পড়ল, তখন মনে মনে বলেছিলাম যে, এটাই তো চেয়েছিলাম। কেন রিয়ালকে চেয়েছিলাম সেটা নিশ্চয়ই এই ম্যাচের ফলাফলের পর বুঝতে পারছেন।" 

আরও পড়ুন: UEFA Champions League 2022-23: গতবার হারের বদলা! রিয়ালকে নিয়ে ছেলেখেলা করে মেগা ফাইনালে ম্যান সিটি, সামনে ইন্টার মিলান

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: 'এটিকে মোহনবাগান' নয়, জুন থেকে মাঠে নামবে 'মোহনবাগান সুপার জায়ান্ট'

তবে এখানেই শেষ নয়। আত্মবিশ্বাসী পেপ ফের জুড়ে দেন, "ম্যাচের ১০-১৫ মিনিটের খেলা হতেই বুঝে গিয়েছিলাম যে এই ম্যাচে আমরাই জিতব। কারণ ফুটবলারদের চোখে-মুখে গতবারের হারের জ্বালা দেখতে পেরেছিলাম।" 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের পর এই মরসুমে ‘ট্রেবল’ জয়ের বেশ সম্ভাবনা আছে সিটির। প্রিমিয়ার লিগে আর এক ম্যাচে জিতলেই শিরোপা উঠবে সিটির ঘরে। আর আগেই এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে গুয়ার্দিওয়ালার দল। প্রিমিয়ার লিগের কোনও ক্লাব এর আগে ‘ট্রেবল’ জিতেছে মাত্র একবার—১৯৯৯ সালে সেই কীর্তি গড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। 'রেড ডেভিলস'-দের সেই কীর্তি গড়া যে সম্ভব, এমনটা জানেন গুয়ার্দিওয়ালা। তাই তিনি ফের বলেন, "আমার ট্রেবল নিয়ে ভাবতেই পারি, আমরা ট্রেবলকেই পাখির চোখ করছি। তবে সেই কীর্তি   গড়তে হলে এখনও তিনটি ম্যাচ বাকি আছে। তিনটি ভিন্ন প্রতিযোগিতার তিনটি ম্যাচ। দেখা যাক ছেলেরা মাঠে কেমন পারফর্ম করে।" 

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে ম্যান সিটি। ২৩ মিনিটে বিপক্ষের জালে প্রথম গোল করেন বের্নার্দো সিলভা। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটিকে সিলভা। এই পর্তুগিজ তারকাই ব্যবধান দ্বিগুণ করেন ৩৭ মিনিটে। ফলে প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে সিটি। বিরতির পরেও গুয়ার্দিওয়ালার ছেলেদের আধিপত্য বজায় ছিল। এরপর ম্যানুয়েল আকানজি ৭৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। এবং বাকি কাজটি সারেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজ। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোলটি করেন আলভারেজ।

প্রশ্নাতীতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল। এখনও পর্যন্ত সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ মানেই বাড়তি উন্মাদনা নিয়ে নামে রিয়াল। এহেন দলকে সেমি ফাইনালের মতো ম্যাচে ৪-০ গোলে হারিয়ে দেওয়া কার্যত কল্পনাতীত। সেই কল্পনাতীত কাজটাই করে দেখালেন পেপ।

এই নিয়ে দ্বিতীয়বার মেগা টুর্নামেন্টের ফাইনালে উঠল সিটি। বছর দুই আগে ফাইনালে উঠেও চেলসির কাছে পরাস্ত হতে হয়েছিল 'স্কাই ব্লু' ব্রিগেড। এবার গুয়ার্দিওলা চাইছেন সেই হারের যন্ত্রণা ভুলতে। এবারের ফাইনালে সিটির প্রতিদ্বন্দ্বী অপেক্ষাকৃত দুর্বল ইন্টার মিলান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.