জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচ্ছা বিড়াল (Cat) রাস্তার কাটলে কি সত্যি সমস্যা হয়? বিড়াল পথ চলতি মানুষের পায়ের সামনে চলে এলেই, অনেকেই থমকে দাঁড়িয়ে যান। কারণ বিড়াল রাস্তার মাঝে এসে যাওয়া নাকি অশুভ! তবে অনেকেই এটাকে কুসংস্কার বলে মনে করেন। ব্রাজিলের (Brazil) কাছেও এই বিড়াল অশুভ হতে পারে! কারণ সাংবাদিক বৈঠকের (Cat in the Press Confarence) মাঝে এসে, এই বিড়ালটা তো কিছুটা হলেও রাস্তা কাটল। তাই সেলেকাওদের মতো এই বিড়ালও এখন ট্রেন্ডিংয়ে! কারণ সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রাজিলের সাংবাদিক বৈঠক সবে শুরু হয়েছে। চেয়ারে বসে কথা বলছেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। হঠাৎই ব্রাজিলের ফুটবলার এবং গোটা মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ল একটি বিড়াল! ভিনিসিয়াসের থেকে কিছুটা দূরে টেবিলে বসে সেও শুনতে লাগল সাংবাদিক বৈঠক! প্রথমে চমকে গেলেও হাসিতে ফেটে পড়লেন ভিনিসিয়াস এবং উপস্থিত সাংবাদিকরা। তবে সেই বিড়ালের অবশ্য বেশিক্ষণ সাংবাদিক বৈঠক শোনা হল না। তাকে ঘাড় ধরে টেবিল থেকে ছুড়ে ফেলে দিলেন দলের মিডিয়া ম্যানেজার! 


তবে মিডিয়া ম্যানেজার যে ভাবে বিড়ালের ঘাড় ধরে তাকে ছুড়ে ফেলে দিয়েছেন, সেটা অনেকেই মেনে নিতে পারেননি। ফলে তৈরি হয়েছে বিতর্ক। ভিনিসিয়াসের পাশেই বসেছিলেন ব্রাজিল দলের মিডিয়া কর্মকর্তা। বিড়ালটি টেবিলে উঠে বসার কয়েক সেকেন্ডের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে কার্যত ছুড়ে তাকে মাটিতে ফেলে দেন। 


আরও পড়ুন: Vinicius Jr, FIFA World Cup 2022: রয় কিনদের কটাক্ষের পরেও সাম্বা ড্যান্স চলবে, স্পষ্ট জানিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র


আরও পড়ুন: FIFA World Cup 2022: মেসি-নেইমারদের কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় বাধা কে? জেনে নিন



উপস্থিত সাংবাদিকরা সেই আচরণ দেখে হাঁ হাঁ করে ওঠেন। ভিনিসিয়াস নিজেও থমকে যান। তবে সেই কর্মীর মধ্যে কোনও তাপ-উত্তাপ দেখা যায়নি। কাঁধ ঝাঁকিয়ে তিনি নিজের আসনে বসে পড়েন। তবে বিড়ালের প্রতি তাঁর আচরণ তীব্র সমালোচিত হয়েছে।


যদিও ব্রাজিলের সাংবাদিক বৈঠকে কীভাবে সেই বিড়ালটি ঢুকল সেটা নিয়ে সবাই অবাক। কারণ, মিডিয়া সেন্টারে নিশ্চিদ্র নিরাপত্তা থাকে। নিরাপত্তারক্ষীদের এড়িয়ে কাকপক্ষীও ঢোকার উপায় নেই। সেখানে কী করে একটি বিড়াল ঢুকে পড়ল, সেটা নিয়েই চলছে আলোচনা। তবে বিড়াল ঢুকে যাওয়ার থেকেও, মিডিয়া ম্যানেজারে কাজে অনেকেই হতবাক! যদিও সেই ঘটনার পর সাংবাদিক বৈঠক নিজের স্বাভাবিক গতিতেই এগিয়েছে। 


কোয়ার্টার ফাইনালে নেইমারদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের (Luka Modric) ক্রোয়েশিয়া (Croatia)। ৯ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। একেক গোলের পর একেক ধরণের নাচ। এই রকম দশ রকমের নাচ নিয়ে নাকি সেলেকাওরা তৈরি হয়ে এসেছে। আমরা সাম্বা দেখেছি। কাতারে কার্নিভাল ব্রাজিল কোন পর্যায়ে নিয়ে যান সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া। তবে এই বিড়াল রাস্তা কেটে দেওয়ার জন্য ব্রাজিলের অভিযান শেষ হয়ে যাবে কিনা, সেটা দেখতে চাইছে সবাই। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)