জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবাই আছেন। সবকিছু আগের মতোই রয়েছে। শুধু তিনি নেই। দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) ছাড়াই আয়োজিত হতে চলেছে প্রথম বিশ্বকাপ। ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা (Argentina)। এরপর কাপ জয়ের মুহূর্ত এসেছিল ১৯৮৬ সালে। 'ফুটবল দেবতার' হাতে উঠেছিল সেই মহার্ঘ্য ট্রফি। তবে এরপর থেকে শুধুই অপেক্ষা। দেখতে দেখতে কেটে গেল ৩৬টা বছর। এরমধ্যে আবার আসন্ন কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) শেষবার লিওনেল মেসিকে (Lionel Messi) দেখা যাবে। আর তাই 'এল এম টেন'-এর দলের কাছে কাপ জয়ের কাতর আবেদন করলেন দিয়েগো কন্যা দালমা মারাদোনা (Dalma Maradona)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়াতে দালমা বলেছেন, 'তোমাদের সঙ্গেই আমার বাবা রয়েছে। ধরে নাও বাবা-ই তোমাদের দ্বাদশ ব্যক্তি।' দালমা ফের যোগ করেছেন,'বাবা নেই। তবে বিশ্বকাপ শুরু হবে। তাই ওঁর অভাব আরও বেশি অনুভব করছি। মেসি, তোমার কাছে একটাই অনুরোধ, দয়াকরে ট্রফি আমাদের দেশে নিয়ে এসো। তাহলে বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো বাবা তোমাদের দেখছেন।' 


কাতারেই শেষবারের মতো ফুটবল বিশ্বকাপে নামছেন মেসি। বিশ্বকাপ জিতে তিনিও বিদায় স্মরণীয় করে রাখতে চাইছেন। একইসঙ্গে মারাদোনাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনার অধিনায়কের সামনে। এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন হিসেবে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন মারাদোনা। চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২১ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে মেসি চারটি বিশ্বকাপে খেলেছেন ১৯ ম্যাচ। অর্থাৎ এই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেললেই দিয়েগোর এই নজির ভেঙে ফেলবেন 'এল এম টেন'। 


আরও পড়ুন: Argentina | FIFA World Cup 2022: পাঁচ গোলে জিতে রাজার মতো শুরু মেসিদের, তবুও কোচ বলছেন দল বদলাবেন!


আরও পড়ুন: FIFA World Cup 2022: কাতারে খোলামেলা পোশাক নৈব নৈব চ, 'ড্রেস কোড' না মানলেই সোজা শ্রীঘরে!



এমনকি আসন্ন বিশ্বকাপে মারাদোনার গোলের সংখ্যাকেও টপকে যেতে পারেননি মেসি। বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন মারাদোনা। এরমধ্যে ১৯৮২ সালের বিশ্বকাপে ৫ ম্যাচে ২ গোল করেছিলেন তিনি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে করেছিলেন ৫ গোল। মারাদোনার নেতৃত্বে সেই মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি দিয়াগো। ১৯৯৪ সালের বিশ্বকাপে ২ ম্যাচ খেলে এক গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আর খেলতে পারেননি দিয়েগো। 


অন্যদিকে মেসি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি গোল করেছেন। ২০০৬ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ১টি গোল করেছেন তিনি। ২০১০ সালে ৫ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি। ২০১৮ সালে ৪ ম্যাচে ১টি গোল করেছেন মেসি। অর্থাৎ, এ বারের বিশ্বকাপে ৩টি গোল করলেই মারাদোনাকে টপকে যাবেন মেসি।  


এমনকি বিশ্বকাপের মঞ্চে অ্যাসিস্টের দিক থেকেও মারাদোনাকে পিছিয়ে দিতে পারেন মেসি। ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এরমধ্যে ৫টি অ্যাসিস্ট করেছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপে ৫টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ, এবারের বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)