Lionel Messi, FIFA World Cup 2022: চোটের অবস্থা কেমন? কাপ জয়ের জন্য মানসিকভাবে কতটা তৈরি? অকপট লিওনেল মেসি
Lionel Messi, FIFA World Cup 2022: আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে মার্টিনেজের সামনে সেন্টার ব্যাক হিসেবে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো। তাঁর বাঁ পাশে থাকবেন অলিম্পিক লিওঁর লেফটব্যাক নিকোলাস ওটামেন্ডি আর রাইট ব্যাক হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৩৬ বছরের খরা কি লিওনেল মেসি (Lionel Messi) মেটাতে পারবেন? ফুটবল আইডল দিয়েগো মারাদোনার (Diego Maradona) মতো হাতে তুলতে পারবেন বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের (FIFA World Cup 1986) স্মৃতি কি কাতারে (Qatar) ফিরিয়ে আনতে পারবেন মেসি। টানা ৩৫টি ম্যাচ জিতে কাপ যুদ্ধ জিততে মরুদেশে পা রেখেছে 'এল এম টেন'-এর (LM 10) আর্জেন্টিনা (Argentina)।
তবে একইসঙ্গে তাঁর চোট নিয়ে চলছে ব্যাপক জল্পনা। আসলে গত কয়েকদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন না করে, একাই গা ঘামিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। তাই মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে তাঁর খেলা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে হাসি মুখে সাংবাদিক বৈঠকে এসে গোটা ফুটবল দুনিয়াকে স্বস্তি দিলেন মেসি।
তিনি বলেন, 'চোট নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই। আমি একদম ভালো আছি। সতীর্থদের সঙ্গে অনুশীলন না করার জন্য আমাকে ঘিরে অনেক ভুয়ো খবর রটেছে।' এরপরেই মেসি ফের যোগ করেন, 'আমি তো অন্য গ্রহের মানুষ নই। আলাদা কিছুই করিনি। বয়স বাড়লে অনেক হিসেবি হতে হয়। আগে এমনটা ছিলাম না। তবে এখন অনেক হিসেব করে এগিয়ে যাচ্ছি। আমার কাছে এই ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপ জেতা জরুরি। তাই নিজেকে আগলে রাখছি। এরমধ্যে এত অবাক হওয়ার কী আছে! পুরো কেরিয়ারে তো আমি এভাবেই অনুশীলন করে এসেছি। এটা আমার কাছে স্পেশাল মোমেন্ট। সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। আমার স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ। তাই একটু আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছিলাম।'
মেসি মানেই গগনচুম্বী প্রত্যাশা। সেটা আগের মতোই এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। তাই কেরিয়ারের প্রায় শেষ দিকে এসে বাড়তি চাপ নিতে রাজি নন। সেইজন্য ফের বলেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। একটু চাপ তো সবার মধ্যেই রয়েছে। কারণ সৌদি আরব ভালো দল। ওরা লড়াই দেবে। তাই আমাদের ফোকাসড থাকা জরুরি।'
মেসির নীল-সাদা ব্রিগেডকে সমর্থন করার জন্য আর্জেন্টিনা থেকে অগণিত ফুটবল পাগল মরুদেশে ভিড় করেছেন। তিন ছেলেকে নিয়ে কাতারে চলে এসেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এগুলো কি বাড়তি চাপ নয়? হাসিমুখে মেসি ফের বলেন, 'কেরিয়ারের শুরু থেকেই আমি এমন চাপ নিয়ে খেলে যাচ্ছি। এগুলো নিয়ে চাপে থাকি না। দেশ ও দেশের বাইরে কত মানুষ আমাকে ভালোবাসে। এটাই তো আমার কাছে আশীর্বাদ।'
কাতারে পা রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সি মানেই প্রত্যাশার বিপুল চাপ। ১৯৮৬–তে শেষবার এসেছিল বিশ্বকাপ, দিয়েগো মারাদোনার নেতৃত্বে। ১৯৯০ ও ২০১৪ সালে ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি। বিশ্বকাপ হাতে নেওয়া হয়নি মেসিদের। এবার কাতারে জীবনের শেষ বিশ্বকাপে নামছেন লিও, আছেন তুখোড় ছন্দে। আর্জেন্টিনাজুড়ে প্রার্থনা, অকাল প্রয়াত মারাদোনার জন্যই এবার বিশ্বকাপ জিতে দেশে ফিরুন মেসিরা।