Lionel Messi, FIFA World Cup 2022: শেষ বিশ্বকাপ বলে কথা, মেসিকে উজ্জীবিত করতে তিন ছেলেকে নিয়ে কাতারে স্ত্রী আন্তোনেলা

Lionel Messi, FIFA World Cup 2022: আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে মার্টিনেজের সামনে সেন্টার ব্যাক হিসেবে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো। তাঁর বাঁ পাশে থাকবেন অলিম্পিক লিওঁর লেফটব্যাক নিকোলাস ওটামেন্ডি আর রাইট ব্যাক হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা। 

Updated By: Nov 21, 2022, 06:37 PM IST
Lionel Messi, FIFA World Cup 2022: শেষ বিশ্বকাপ বলে কথা, মেসিকে উজ্জীবিত করতে তিন ছেলেকে নিয়ে কাতারে স্ত্রী আন্তোনেলা
মেসিকে চাঙ্গা রাখার জন্য তাঁর সঙ্গে পুরো পরিবার। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৩৬ বছরের খরা কি লিওনেল মেসি (Lionel Messi) মেটাতে পারবেন? ফুটবল আইডল দিয়েগো মারাদোনার (Diego Maradona) মতো হাতে তুলতে পারবেন বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের (FIFA World Cup 1986) স্মৃতি কি কাতারে (Qatar) ফিরিয়ে আনতে পারবেন মেসি। টানা ৩৫টি ম্যাচ জিতে কাপ যুদ্ধ জিততে মরুদেশে পা রেখেছে 'এল এম টেন'-এর (LM 10) আর্জেন্টিনা (Argentina)। 

সবাই চাইছেন মেসি যেন তাঁর শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন। আর তাই প্রিয় 'লিও'-কে উদ্দীপ্ত করার জন্য তিন ছেলেকে নিয়ে কাতারে চলে এসেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo)। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকেই পরিস্কার, বিশ্বকাপ দেখতে মুখিয়ে রয়েছে তাঁদের গোটা পরিবার। একটি ছবি পোস্ট করে আন্তোনেলা লিখেছেন, 'কাতার, আমরা আসছি।'  

আরও পড়ুন: FIFA World Cup 2022, Rainbow Armbands: সাত ইউরোপিয়ান দেশের সিদ্ধান্তে বদল! কেন রামধনু আর্মব্যান্ড পরে মাঠে নামবেন না হ্যারি কেন, গ্যারেথ বেলরা? জেনে নিন

আরও পড়ুন: Lionel Messis, FIFA World Cup 2022: সৌদি আরবের বিরুদ্ধে কোন ফর্মেশনে মেসিদের খেলাবেন হেড কোচ স্কালোনি? জেনে নিন

ছোটবেলার বান্ধবী, পেশায় মডেল আন্তোনেলার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিয়ে করেন মেসি। পরিবারে রয়েছে তিন পুত্র সন্তান। প্রথম সন্তান থিয়াগোর বয়স ১০। ২০১৫ সালে জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান মাতেও। ২০১৭ সালে বিয়ে করেন মেসি ও আন্তোনেলা। ২০১৮ সালে জন্ম নেয় তাঁদের তৃতীয় পুত্র সিরো।

কাতারে পা রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যরা রবিবার কাতারের চলে এসেছেন। যাত্রা শুরুর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন আন্তোনেলা। আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে পোজ দিয়েছে মেসির তিন ছেলে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.