জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু তো কাপে যুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে অঘটনকে সামনে থেকে দেখা নয়। এটা লজ্জার হার। সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে শুরু থেকে দাপট দেখানোর পরেও এভাবে হেরে যাওয়া যায়! ভাবতে পারছেন না লিওনেল মেসি (Lionel Messi)। এখনও যেন ঘোরের মধ্যে তামাম দুনিয়াতে ছড়িয়ে থাকা অগণিত আর্জেন্টিনার (Argentina) সমর্থকরা। যদিও ১-০ গোলে এগিয়ে থেকে ২-১ গোলে হারলেও, ফের একবার নতুন রেকর্ডে নাম লিখিয়ে ফেলল 'এল এম টেন'-এর (LM 10) লা আলবিসলেস্তেরা। তবে কাপ যুদ্ধের মঞ্চে এমন অঘটন নতুন নয়। সেই ১৯৩৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপের সোমবারের ম্যাচ পর্যন্ত মোট ১৩ বার ঘটেছে এমন ঘটনা। অশুভ তেরোর' গেরোতে আটকে গিয়েছে একাধিক দল। দেখে নিন সেই তালিকা। জেনে নিন অঘটনের ইতিহাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) কিউবা বনাম রোমানিয়া (১৯৩৮):  সেবার মেক্সিকোর জায়গায় সুযোগ পেয়েই সবাইকে চমকে দিয়েছিল কিউবা। ৯ জুন রোমানিয়াকে ১-২ গোলে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশ। 


২) যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড (১৯৫০):  টানা সাতটি ম্যাচ হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে ২৯ জুন ম্যাচটা শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ০-১ গোলে জিতেছিল আমেরিকা। 


৩) উত্তর কোরিয়া বনাম ইতালি (১৯৬৬):   ২০ জুলাই ম্যাচের ৪২ মিনিটে হেড দিয়ে গোল করেছিলেন পাক ডু। বিশ্বকাপ ফুটবল ও কাপ যুদ্ধের ইতিহাসে সেটাই অন্যতম বড় অঘটন বলে ধরা হয়ে থাকে। 


৪) উত্তর আয়ারল্যান্ড বনাম স্পেন (১৯৮২):  ২৬ জুন সবাইকে চমকে দিয়ে স্পেনকে উড়িয়ে দিয়েছিল উত্তর আয়ারল্যান্ড। ৪৭ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেছিলেন গ্যারি আমস্ট্রং। 



৫) আর্জেন্টিনা বনাম ক্যামেরুন (১৯৯০):  ৮ জুনের সেই ম্যাচে ওমান বাইকের একমাত্র গোলে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। 


৬) সেনেগাল বনাম ফ্রান্স (২০০২):  ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল অখ্যাত সেনেগাল। ৩১ মে-তে আয়োজিত সেই ম্যাচে সেনেগালের হয়ে একমাত্র গোল করেছিলেন পাপা বউবা দিওপ। ৩০ মিনিটে তাঁর পা থেকে এসেছিল গোল। সেই হারের ক্ষত ভুলতে পারেনি জিনেদিন জিদানের দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স। 


৭) দক্ষিণ কোরিয়া বনাম ইতালি (২০০২):  দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী ইতালিকে হেলায় হারিয়ে দিয়েছিল সেই কাপ যুদ্ধের অন্যতম আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া। গাস হিন্ডিকের কোচিংয়ে আজুরিদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল এশিয়ার এই দল। ১৮ জুনের সেই ম্যাচে 'রেড ডেভিলস'-দের হয়ে গোল করেছিলেন সিওল কি হিউয়ন এবং জুং হুন হাং। 


আরও পড়ুন: FIFA World Cup 2022, ARG vs KSA: শুরুতেই অঘটন! সৌদির সবুজ-স্রোতে ভেসে গেল মেসির নীল-সাদা স্বপ্ন!


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: সৌদির কাছে লজ্জার হারের পরেও কোন রেকর্ড বুকে নাম তুললেন মেসি? জেনে নিন


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: আইডল মারাদোনার কোন লজ্জার রেকর্ড ছুঁলেন মেসি? জানুন ইতিহাস


৮) দক্ষিণ কোরিয়া বনাম স্পেন (২০০২):  ইতালিকে হারানোর পর দক্ষিণ কোরিয়ার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কোয়ার্টার ফাইনালে এশিয়ার জায়ান্টদের বিরুদ্ধে ছিল স্পেন। ম্যাচে দুবার গোল করলেও স্পেনের দুটি গোল বাতিল করে দেয় রেফারি। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। ২২ জুনের সেই ম্যাচ ৫-৩ ব্যবধানে জিতে সেমি ফাইনালে চলে যায়।  


৯) স্লোভাকিয়া বনাম ইতালি (২০১০): বিশ্বকাপে ফের একবার 'মিনোস' দলের কাছে হেরে অঘটন ঘটায় ইতালি। ২৪ জুনের সেই ম্যাচে স্লোভাকিয়া ৩-২ গোলে আজুরিদের হারিয়ে দেয়। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ২০০৬ সালের বিশ্বজয়ী দল। 



১০) কোস্টারিকা বনাম ইতালি (২০১৪): চার বছর পর ফের একবার 'ছোট' দলের বিরুদ্ধে হেরে যায় ইতালি। ২০ জুন ব্রায়ান রুইজের একমাত্র গোলে হেরে গিয়েছিল ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী দল। ফলে ব্রাজিল বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ইতালি। 


১১) চিলি বনাম স্পেন (২০১৪): সেই ব্রাজিল বিশ্বকাপে আরও একটি অঘটন ঘটেছিল। ইতালির পর আর এক বিশ্বজয়ী স্পেনও প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ১৯ জুন এদুয়ার্দো ভার্গাস ও চালর্স আরানগুইজের গোলে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল ২০১০ সালের কাপ জয়ী স্পেন। 


১২) দক্ষিণ কোরিয়া বনাম জার্মানি (২০১৮): ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দল গত রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। ২৭ জুন ছিল এশিয়ার জায়ান্টদের বিরুদ্ধে ম্যাচ। এর আগে ২০০২ সালের বিশ্বকাপে ইতালি ও স্পেনকে হারিয়ে চমকে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। তেমনই আগুনে পারফরম্যান্স জার্মানদের বিরুদ্ধেও দেখা গিয়েছিল। কিম ইয়ং গুউন এবং সং হিউন মিনের গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতেছিল এশিয়ার 'রেড ডেভিলস'। 


১৩) আর্জেন্টিনা বনাম সৌদি আরব (২০২২):  ২২ নভেম্বর লিওনেল মেসি কোনওদিন ভুলতে পারবেন না। ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তবে শেষরক্ষা হয়নি। অফসাইডের জন্য তিনটি গোল বাতিল হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ায় সৌদি আরব। সালে আল-শেহরি এবং সালেম আলদসরি দুরন্ত গোলে ২-১ ব্যবধানে নীল-সাদা বাহিনীকে হারিয়ে দেয় সৌদি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)