জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: সবকিছু ঠিকঠাক চলছিল। একাধিক বিতর্কের পরেও চলতি কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) সুপারহিট। তবে কোয়ার্টার ফাইনালের সব ম্যাচ নিয়ে অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে। চারটি ম্যাচেই বৃষ্টির তীব্র আশঙ্কা রয়েছে। 'দ্য ন্যাশনাল', কাতারের স্থানীয় আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার অর্থাৎ ৯ এবং ১০ ডিসেম্বর পর্যন্ত কাতারে (Qatar) অঝোর বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা হাওয়া। এমনকি কোথাও কোথাও সেটি বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া (Brazil vs Croatia), আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস (Argentina vs Netharlands) ছাড়া, মরক্কো-পর্তুগাল (Mrocco vs Portugal) এবং ইংল্যান্ড-ফ্রান্স (England vs France) ম্যাচেও বৃষ্টি হতে পারে। অবশ্য স্বস্তির খবর হচ্ছে, ঝড়-বৃষ্টি হলেও কাতারের স্টেডিয়ামগুলোতে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। সেইজন্য খেলা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতারের আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্বদিকে ১১ থেকে ২৯ কিলোমিটার বেগে হাওয়া বইবে। কখনও কখনও দমকা বাতাসের বেগ ৪৬ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। সঙ্গে অঝোর বৃষ্টির আশঙ্কা রয়েছে। 


আরও পড়ুন: Cristiano Ronaldo VS Fernando Santos, FIFA World Cup 2022: ব্যাপক কাদা ছোড়াছুড়ি! বান্ধবীর পর এবার 'ভিলেন' ফের্নান্দো স্যান্টোসকে বুঝে নিলেন রোনাল্ডোর দুই বোন


আরও পড়ুন: Vinicius Jr, FIFA World Cup 2022: রয় কিনদের কটাক্ষের পরেও সাম্বা ড্যান্স চলবে, স্পষ্ট জানিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র


তবে ১০ ডিসেম্বর বাতাস উত্তর-পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সবচেয়ে বেশি কমতে পারে রাত ও ভোরের দিকে। সেই সময় সর্বোচ্চ তাপমাত্রা ১৯ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


অবশ্য স্বস্তির খবর হচ্ছে, ঝড়-বৃষ্টি হলেও কাতারের স্টেডিয়ামগুলোতে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। সেইজন্য খেলা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকরা অবশ্যই কিছুটা বিপাকে পড়বেন। 


একনজরে কোয়ার্টার ফাইনালের সূচি:


১. শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৮:৩০ মিনিট; ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, এডুকেশন সিটি স্টেডিয়াম


২. শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ১২:৩০ মিনিট; আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস, লুসেল স্টেডিয়াম


৩. শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮:৩০ মিনিট; পর্তুগাল বনাম মরক্কো, আল থুমামা স্টেডিয়াম


৪. শনিবার (১১ ডিসেম্বর) রাত ১২:৩০ মিনিট;  ফ্রান্স বনাম ইংল্যান্ড, আল খোর স্টেডিয়াম। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App