মোহনবাগানের টিম বাসে আগুন, বরাত জোরে বাঁচলেন ফুটবলাররা
এ দিন ভুবনেশ্বরে অনুশীলন করে হোটেলে ফিরছিলেন মোহনবাগানের ফুটবলাররা। জানা গিয়েছে, ম্যানেজারের তত্পরতায় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সবাই
নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য রক্ষা পেলেন মোহনবাগান টিম। শনিবার অনুশীলন করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মোহনবাগানের টিম বাস। জানা যাচ্ছে, স্কাইবারের সঙ্গে বাসের বাতানুকুল যন্ত্রের ধাক্কা ও সংঘর্ষে আগুন ধরে যায়। মূলত বাসের পিছনের দিকেই আগুন লাগে। ঘটনার সময় বাসের মধ্যে ছিলেন ম্যানেজার-সহ দলের ফুটবলাররা। চাঞ্চল্য ছড়ায় ফুটবলারদের মধ্যে।
আরও পড়ুন- স্মিথের কান্নায় 'ভিজলেন' রোহিত
এ দিন ভুবনেশ্বরে অনুশীলন করে হোটেলে ফিরছিলেন মোহনবাগানের ফুটবলাররা। জানা গিয়েছে, ম্যানেজারের তত্পরতায় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সবাই। বাসের অন্দর ধোঁয়ায় ঢেকে যেতে বাসের মূল দরজা খুলে দেন ম্যানেজার সঞ্জয় ঘোষ। তিনি জানিয়েছেন, বাসের ভিতর ধোঁয়ায় ঢেকে যায়। ভাগ্য ভাল সে সময় লক খুলে গিয়েছিল বাসের দরজার।
আরও পড়ুন- আইপিএল থেকে এবারও ছিটকে গেলেন স্টার্ক, ধাক্কা খেল কলকাতা
উল্লেখ্য, রবিবার ভুবেনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপে চার্চিল ব্রাদার্সের সঙ্গে ম্যাচ রয়েছে মোহনবাগানের। ওই ম্যাচকে সামনে রেখেই এদিন শেষ প্রস্তুতি চলছিল ভুবেনেশ্বরের মাঠে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া কোচের পদ ছাড়লেন লেম্যান