অস্ট্রেলিয়া কোচের পদ ছাড়লেন লেম্যান
জোহানেসবার্গে লেম্যান জানিয়ে দেন, "এটাই তাঁর শেষ টেস্ট। কারণ এই টেস্টের পর আমি কোচের পদ ছাড়ছি।"
নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যন্ত পদত্যাগ করলেন অস্ট্রেলিয়া দলের হেড কোচ ড্যারেন লেম্যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে চতুর্থ টেস্টের পরই অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন লেম্যান।
On an almost unbelievable day for our team, here was how coach Darren Lehmann resigned. WATCH MORE: https://t.co/SVlt3QLMVq pic.twitter.com/RUKCCc9Ok7
— cricket.com.au (@CricketAus) March 29, 2018
কেপ টাউনে বল বিকৃতি-কাণ্ডে নির্বাসিত ক্রিকেটাররা বৃহস্পতিবারই দেশে ফিরে গেছেন। সিডনি বিমান বন্দরে সাংবাদিক সম্মেলনে স্টিভ স্মিথ কান্নায় ভেঙে পড়েন। তার কিছুক্ষণ পরেই জোহানেসবার্গে লেম্যান জানিয়ে দেন, "এটাই তাঁর শেষ টেস্ট। কারণ এই টেস্টের পর আমি কোচের পদ ছাড়ছি।"
BREAKING: Darren Lehmann announces this will be his last Test as he is stepping down from his role as head coach pic.twitter.com/VZEKbS6ZZc
— cricket.com.au (@CricketAus) March 29, 2018
কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের জেরে পদত্যাগ করতে পারেন অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেম্যান- এই জল্পনা দানা বেঁধেছিল। স্যান্ডপেপার গেটে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে নির্দোষ প্রমাণিত হন ৪৮ বছর বয়সী লেম্যান। সিএ-র প্রধান জেমস সাদারল্যান্ডও মঙ্গলবার জানিয়ে দেন, অজি দলের কোচ হিসেবেই লেম্যান কাজ করে যাবেন। বুধবার স্মিথ-ওয়ার্নারদের শাস্তি ঘোষনার পরেই বল বিকৃতি-কাণ্ডে প্রথম মুখ খোলেন অস্ট্রেলিয় কোচ।
আরও পড়ুন- 'ওদের ক্ষমা করে দাও!'
আর বৃহস্পতিবার আবেগপ্রবন লেম্যান জানিয়ে দিলেন তাঁর পদত্যাগের কথা। তিনি জানান, "এই ঘরে যাঁরা বসে আছেন তারা জানেন যে, জীবনের রাস্তায় প্রেমিকের থেকে অনেক দূরে থাকার মানে কী? আমি আমার পরিবারের সাথে কথা বলার পরেই সিদ্ধান্ত নিয়েছি। এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।"
আরও পড়ুন- দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন অনুতপ্ত স্মিথ
পাশাপাশি তিনি বলেন, "গত কয়েকদিন ধরে যা ঘটে চলেছে তারপরেও আপনি মনে করতে পারেন, যে আপনি চালিয়ে যেতে পারবেন। কিন্তু আর পারলাম না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি গত কয়েক দিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে কথাও বলেছি।" সেই সঙ্গে লেম্যান জানান,"খেলোয়াড়দের গুডবাই বলা সবচেয়ে কঠিন কাজ, আর আমি সেই কাজটাই করেছি।"
“Saying goodbye to the players was the toughest thing I’ve ever had to do" - Darren Lehmann https://t.co/CpShshHrTN
— cricket.com.au (@CricketAus) March 29, 2018