IND vs AFG: রোহিতরা মাঠে নামার আগেই স্টেডিয়ামে আগুন! হাড়হিম করা ভিডিয়ো এল সামনে
নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগেই হাড়হিম করা ভিডিয়ো এল সামনে। দুবাই স্টেডিয়ামের বাইরে বিরাট আগুন লেগেছে বলেই খবর। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে। তা এখনও জানা যায়নি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ (IND vs AFG)। এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগেই হাড়হিম করা ভিডিয়ো এল সামনে। দুবাই স্টেডিয়ামের বাইরে বিরাট আগুন লেগেছে বলেই খবর। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে। তা এখনও জানা যায়নি। ভারত-আফগানিস্তান এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের মেগাফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
গতকাল শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমের পাকিস্তান মুখোমুখি হয়েছিল মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে। এদিন সুপার ফোরের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন আপামোর ভারতীয় ফ্যানরা। কারণ শুধু একটাই, নবির দল যদি বাবর ব্রিগেডকে হারিয়ে দিতে পারে, তাহলে এশিয়া কাপে সরু সুতোয় টিকে থাকত ভারতের ভাগ্য। আর এর উল্টোটা ঘটলেই এশিয়া কাপে ভারতের অভিযান 'দ্য এন্ড'। এরপর আর কোনও রকমের সমীকরণই কাজ করবে না। ফলে আপামোর ভারতীয় সমর্থকরা এদিন রশিদ-নবিদের দলকেই সমর্থন করেছিলেন। কিন্তু কাজে আসেনি ভারতীয়দের প্রার্থনা। পাকিস্তান ৪ বল বাকি থাকতেই ১ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয়।