বিশ্বকাপ ফাইনালে প্রথম আত্মঘাতী গোল!
বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতী গোলের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে দিয়েছিল রাশিয়া বিশ্বকাপ।
নিজস্ব প্রতিবেদন : ২০১৮ বিশ্বকাপটা মনে রাখার মতো উপকরণের অভাব নেই। একে একে ফেভারিটদের বিদায় থেকে শেষ মুহূর্তের উত্তেজনা। আত্মঘাতী গোলের ছড়াছড়ি থেকে, ভিএআর। রাশিয়া বিশ্বকাপকে রেকর্ড ভাঙার বিশ্বকাপও বলা যায়। ফাইনালেও প্রথম গোলে হয়ে গেল এক রেকর্ড।
আরও পড়ুন - বেকেনবাওয়ার, জাগালোকে ছুঁয়ে বিশ্বজয় দেশঁ'র
বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতী গোলের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে দিয়েছিল রাশিয়া বিশ্বকাপ। তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচ পর্যন্ত আত্মঘাতী গোলের সংখ্যা ছিল ১১। রবিবার বিশ্বকাপ ফাইনালে আত্মঘাতী গোল করে সেই সংখ্যাটা ১২ করলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।
আরও পড়ুন - মস্কোতে পেলেকে স্পর্শ করলেন এমবেপে
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে ম্যাচের ১৮ মিনিটে ফ্রি কিক পায় ফ্রান্স। ক্রোয়েশিয়ার বক্সের বাইরে থেকে শট নেন অ্যান্তোনিও গ্রিজম্যান। আর সেই শট মারিও মানজুকিচের মাথায় লেগে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। আর সেই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলটিও হয়ে গেল লুঝনিকি স্টেডিয়ামে। ফাইনালে প্রথম আত্মঘাতী গোল করে বসলেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মানজুকিচ।