মস্কোতে পেলেকে স্পর্শ করলেন এমবেপে
১৯৫৮ সালে বিশ্বকাপ ফাইনালে সুইডেনের বিরুদ্ধে ফাইনালে জোড়া গোল করেছিলেন পেলে।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে পেরুর বিরুদ্ধে গোল করেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবেপে। বিশ্বকাপে কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করে সেদিনই স্পর্শ করেছিলেন ব্রাজিলিয় কিংবদন্তি পেলেকে। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে নজর কাড়েন তিনি। এমনকী পেলেও প্রসংশা করেন এমবেপের। এবার ফাইনালে গোল করেও মস্কোর মাটিতে পেলেকে স্পর্শ করলেন সেই এমবেপে।
আরও পড়ুন - ২০ বছর পর ফের বিশ্বজয়ী দেশঁর ফ্রান্স
১৯৫৮ সালে বিশ্বকাপ ফাইনালে সুইডেনের বিরুদ্ধে ফাইনালে জোড়া গোল করেছিলেন পেলে। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে ৬৫ মিনিটে গোল করেন ১৯ বছর বয়সী কিলিয়ান এমবেপে। বিশ্বকাপের ফাইনালের দিন এমবেপের বয়স ১৯ বছর ২০৭ দিন। বিশ্বকাপের ফাইনালে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড অর্জন না করতে পারলেও কিংবদন্তি ব্রাজিলিয় পেলেকে স্পর্শ করলেন তরুণ এমবেপে।
Teenagers to score in a #WorldCupFinal
* Pele
* Kylian MbappeThat is all. pic.twitter.com/Cy3RvGOoV7
— FIFA World Cup (@FIFAWorldCup) July 15, 2018