নিজস্ব প্রতিবেদন: ২০২৭ সালের AFC এশিয়ান কাপ আয়োজনের দৌড়ে ভারত। এশিয়া ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে ভারতের সঙ্গে লড়াইয়ে আছে কাতার,ইরান,সৌদি আবর আর উজবেকিস্তান। এই পাঁচ দেশই ২০২৭ সালের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে এএফসি-র কাছে আগ্রহ প্রকাশ করেছে। পরের বছর এশিয়ান কাপের আয়োজক দেশের নাম ঘোষণা করবে এশীয় ফুটবলের সর্বময় সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারতের মাটিতে কখনও এই মেগা  টুর্নামেন্টের আসর বসেনি। তবে কাতার আর ইরান দু'বার করে এশিয়ান কাপ আয়োজনের সুযোগ পেয়েছে। ২০২২ সালে বিশ্বকাপের আসরও বসবে কাতারে। এশিয়ার হেভিওয়েট দেশগুলোকে টেক্কা দিয়ে এএফসি এশিয়ান কাপ আয়োজনের সুযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)সামনে।



২০২২ সালে মহিলা এশিয়ান কাপ আয়োজনের সুযোগ পেয়েছে এআইএফএফ। ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপের আসর বসবে চিনে। এবার ২০২৭ এএফসি এশিয়ান কাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে ভারত।



আরও পড়ুন - দায়িত্ব শেষের আগেই সরে দাঁড়ালেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর